📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 7 )

Bangladesh has made encouraging progress in increasing the number of enrollment in schools and yet 1.7 million children find themselves toiling in the informal sector of the economy, a majority of them involved in various forms of hazardous jobs.
বাংলাদেশ শিশুদের স্কুলে ভর্তির হার বৃদ্ধিতে অভূত পূর্ব সাফল্য লাভ করেছে তথাপিও বিভিন্ন অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজে কঠোর পরিশ্রম করছে প্রায় ১.৭ মিলিয়ন শিশু যাদের মধ্যে অধিকাংশই বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও বিপদজনকে কাজে নিয়োজিত ।
To end this scourge, there has to be proper coordination among ministries and between the government and the NGOs, experts observed at a recently held workshop.
সম্প্রতি অনুষ্ঠিত একটি ওয়ার্কসপে বিশেষজ্ঞরা বলেন
সামাজিক এই ব্যাধিটি নির্মূলে সরকার ও বিভিন্ন মন্ত্রাণালয় এবং এনজিওদের মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকতে হবে।

The government should, therefore, implement the National Child Labour Elimination Policy-2010, allocate sufficient funding for children and establish a child directorate
এছাড়াও জাতীয় শিশু শ্রম নিরোধ নীতি -২০১০ বাস্তবায়ন , শিশুদের জন্য পর্যাপ্ত ফাণ্ডের ব্যবস্থাকরণ এবং একটি শিশু অধিদপ্তর প্রতিষ্ঠাকরণে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ।
Causes behind child labour are real and so should be our response to address them.
শিশুশ্রমের জন্য দায়ী কারণগুলো বড়ই নিষ্ঠুর ও পীড়াদায়ক তাই এটি নির্মূলে আমাদের সকলের এগিয়ে আসা উচিত ।
It is often argued that children’s wages are essential to the survival of poor families.
দরিদ্র পরিবারগুলোর অস্তিত্ব রক্ষায় শিশুদের আর্ন অত্যাবশ্যক কিনা বিষয়ে আমরা প্রায়ই তর্কাতর্কি করি ।
But this flies in the face of overwhelming evidence that children who are forced to sacrifice education for work are doomed to a lifetime of low-wage jobs, perpetuating the cycle of poverty.
কিন্তু এই এটির দ্বিধাদ্বন্দ্ব দূরভিত হয় একটি অকাট্য সত্য দ্বারা আর তা হল যেসব শিশুদের লেখাপড়াকে বিসর্জন দিয়ে কাজ করতে বাধ্য হতে হয় তারা সারা জীবন নিম্ন মজুরির পাশাপাশি দারিদ্র্যের দুষ্ঠ চক্রে চিরস্থায়ীভাবে আবর্তিত হওয়ার নিয়তিকেও মেনে নিতে বাধ্য হয়।

The International Labour Organization estimates that economies reap a seven fold return on every dollar spent on eradicating child labour and investing in education and social services for children.
আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবনুযায়ী শিশু শ্রম নির্মূল , শিক্ষাখাতে বিনিয়োগ এবং সামাজিক সেবায় শিশুদের জন্য বিনিয়োগ প্রভৃতিতে যদি ১ ডলার ব্যয় করা হয় তাহলে জাতীয় অর্থনীতিতে সেটা ৭গুন সমপরিমাণ অবদান রাখে।
If the choice is some incentives in education, then impoverished families are more willing to send their children to school, studies show.
যদি আমরা শিক্ষাখাতে কিছু প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করি তাহলে দরিদ্রপরিবারগুলো তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ও পড়ালেখা শিখাতে আরো আগ্রহ দেখাবে।

And yet all these measures, even when implemented, may fall short.
সুতরাং আমরা বলতে পারি , এইসব ব্যবস্থা গ্রহণ করে বাস্তবায়িত করতে পারলে শিশুশ্রম অনেকাংশে কমে যাবে।

The biggest challenge perhaps lies in the dualistic mindset of society.
সমাজে প্রচলিত দ্বৈত নীতিই এই সমস্যার পিছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।

We raise our biological children to conquer the world but when it comes to other children, we tend to think that it’s alright for them to work.
কেননা ,আমরা আমাদের নিজের সন্তানদের পৃথিবী জয় করার জন্য অত্যন্ত আদর যত্ন দিয়ে বড় করি কিন্তু অন্যের সন্তানের বিষয়ে আমরা নাক সিটকিয়ে বলি তাদের কাজ করায় উত্তম ।

If we cannot begin to consider all children our own, then we are not ready to end this social evil.
যদি আমরা সকল শিশুকে নিজের শিশুর মতো গ্রহণ করতে না পারি , তাহলে সমাজ থেকে এই সামাজিক ব্যাধিটি নির্মূলে এগিয়ে আসতে পারব না।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 7 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved