ইশিখন.কম বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় অনলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউট। ২০১২ সাল থেকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ট্রেনিং শুরু করে ইশিখন (ইনফোনেট নামে, বিস্তারিত: ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবরের ২০১৪ সালের টিভি ইন্টারভিউ) । শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সাথে মিল রেখে ২০১৫ সালে ইশিখন নামে আত্মপ্রকাশ ঘটে। যেকোন প্রান্ত থেকে যেকেউ ঘরে বসেই আইটি তথা কম্পিউটার কোর্স সমূহ করার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং শিখে অনলাইনে কাজ করে স্বাবলম্বী হওয়ার জন্যও ইশিখনের রয়েছে ৩০+ চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় কোর্স। ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন। যেহেতু এগুলো ফিল্যান্সিং এর পাশাপাশি আইটি রিলেটেড কোর্স সুতরাং বিভিন্ন আইটি কোম্পানি তে ও চাকুরির সুযোগ রয়েছে।
বিগত ৬ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ২৫,০০০+ (পচিশ হাজার) শিক্ষার্থী। তাদের মধ্যে বর্তমানে ১৭,০০০+ (সতেরো হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও সফ্টওয়্যার কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অনেকেই ইশিখনে জব করছেন।
লাইভ কোর্সের পাশাপাশি ইশিখনে রয়েছে ভিডিও কোর্স এবং ডাউনলোড লিংকের সুবিধা।
আমাদের বিশেষ সুবিধা সমুহ
✅ বিশ্বের যেকোন জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের এর মাধ্যমে ক্লাস করার সুযোগ।
✅ লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।
✅ প্রতিটি ক্লাস শেষে রয়েছে মডেল টেস্ট, কুইজ এসাইনমেন্ট এবং দ্রুত শিখার সব অত্যাধুনিক ফিচার।
✅ কোর্স শেষ হওয়ার পরও রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ। এছাড়াও রয়েছে অন্যান্য দক্ষ ট্রেইনারদের সম্পূর্ণ কোর্স ভিডিও।
✅ কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস।
✅ কোর্স শেষে লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।
✅ ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ, রিমোট এক্সেস এর মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার থেকে যেকোন সমস্যার সমাধান।
✅ কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
সারাদেশব্যাপী রয়েছে ৭০+ ইশিখন এজেন্ট সেন্টার। যাদের ইন্টারনেট বা কম্পিউটার নেই, তারা আপনার নিকটস্থ ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্সগুলো লাইভে করার সুযোগ পাবেন। কিংবা আমাদের লাইভ ক্লাসের ভিডিও কোর্স এবং ডাউনলোড লিংক নিয়েও শিখতে পারবেন।
সারাদেশে ইশিখন এজেন্ট সেন্টার: https://eshikhon.com/agents/
এত কোর্সের মধ্যে কোনটি করবেন বুঝতে পারছেন না? ইশিখনের কাউন্সিলিং টিম আছেন যারা আপনার সাথে কথা বলে কোন কোর্সটি ভালো হবে তা সাজেস্ট করবেন।
Website: https://eshikhon.com/
FB Group: https://www.facebook.com/groups/eshikhon
Instagram: https://www.instagram.com/eshikhon/
0 responses on "কেন ইশিখন.কম সেরা?"