প্রতিদিন কি পরিমাণ সময় দিতে হবে স্কিল বাড়ানোর জন্য?

🔹 বর্তমানে বহুল পরিচিত একটি পেশা হল ফ্রিল্যান্সিং। যেহেতু এটি একটি মুক্ত পেশা, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইনকাম সম্ভব তাই অধিকাংশ লোকই ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য অবশ্যই যেকোন একটি বিষয়ে দক্ষ হতে হবে। আর এ দক্ষতা অর্জনের জন্য বেশি বেশি প্র্যাকটিসের বিকল্প নেই। যারা নতুন ভাবে এ পেশায় আসতে চাচ্ছেন তাদের মনে একটি প্রশ্ন আছে প্রতিদিন কতক্ষণ সময় দিতে হবে স্কিল বাড়ানোর জন্য?

🔹 ফ্রিল্যান্সিং করার জন্য মূল বিষয় হল দক্ষতা। আপনি যত বেশি সময় দিয়ে চর্চা করবেন তত তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান, তাদের পক্ষে হয়ত বেশি সময় দেয়া হয়ে উঠে না। দিনের এমন একটি সময় কে বেছে নিতে হবে যখন আপনি অন্য সকল কাজ থেকে দূরে থাকতে পারবেন। অনেকে কাজ করার সময় মোবাইল, সোস্যাল মিডিয়া, ইউটিউবিং, ইত্যাদি দিকে মনযোগ দেয়। এগুলো একদম করা যাবে না। যতক্ষণই প্র্যাকটিস করবেন, শুধুমাত্র সেখানেই মনোনিবেশ করতে হবে। কত সময় প্রয়োজন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে নূন্যতম ২-৩ ঘন্টা আপনাকে কাজ শেখার জন্য সময় দিতেই হবে।

🔹 ফ্রিল্যান্সিং করতে বিভিন্ন ধরনের কাজ আছে। কাজের ধরন অনুযায়ীও প্র্যাকটিসের বিষয়টি নির্ভর করে। কিছু কাজ আছে যেগুলো শিখতে খুব বেশি সময় দিতে হয় না, যেমন: ডাটা এন্ট্রি, অনলাইন মার্কেটিং সেক্টরের যেকোন কাজ। ডিজাইন বা ভিডিও সেক্টরের কাজগুলো যেহেতু ক্রিয়েটিভ তাই কিছুটা সময় বেশি দিতে হয়। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং, CCNA,পাইথন ইত্যাদি কাজ গুলো শিখতে মার্কেটিং এবং ডিজাইন সেক্টরের তুলনায় বেশি সময় দিতে হবে।

🔹 সর্বশেষ কথা হল একমাত্র আপনার প্র্যাকটিসের উপরই নির্ভর করবে আপনার সফলতা। তাই নির্দিষ্ট সময়ের কথা চিন্তা না করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইশিখনের প্রতিটি কোর্সে মার্কেটপ্লেসের বর্তমান চাহিদা অনুযায়ী আপনাকে খুব ভালো ভাবে কাজ শিখানো হবে। কাজ শিখানোর পর আপনি মার্কেটপ্লেসে কিভাবে কাজ করে আয় করবেন তা বিস্তর ভাবে শিখানো হবে। আপনি যদি প্রতিটি ক্লাস ভালো ভাবে করেন এবং ক্লাসের এসাইনমেন্ট গুলো বেশি বেশি করে প্রাকটিস করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন তাহলে আপনি অবশ্যই কাজ করে আয় করতে পারবেন।

☎হেল্পলাইন: 09639 399 399 (সকাল ১০টা থেকে রাত ১১টা)
WhatsApp/Imo: 8801948858258


কেন ইশিখনে কোর্স করবেন

ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।

লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।

কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।

প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।

প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।

কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।

কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।


 

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://eshikhon.com/pro-offer/

 


আরো পড়ুন:

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline