ছোট শুরু থেকে বড় স্বপ্নের গল্প!
প্রত্যেকটা সাফল্যের পেছনে একটা গল্প থাকে। কেউ হয়তো হাল ছেড়ে দিয়েছিল, কেউ আবার একবারও থেমে থাকেনি। আবার যারা থেমে থাকেনি তাদের সবার গল্পও এক নয়, কিন্তু একটা জিনিস সবার মাঝেই সাধারণ দৃঢ়তা আর বিশ্বাস।
বাংলাদেশে অনলাইন স্কিল ট্রেনিংয়ের যাত্রা শুরু হয়েছিল ইশিখনের হাত ধরেই। ২০১২ সালে ছোট্ট স্বপ্ন নিয়ে শুরু, আর আজ সেই স্বপ্নে জুড়েছে হাজারো মুখের হাসি। আমরা শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করিনি, আমরা তৈরি করেছিলাম পরিবর্তনের পথ।
গত ১০ বছরে ৪০০০০-এর বেশি শিক্ষার্থী আমাদের সাথে শিখেছে আর তাদের মধ্যে ২৫,০০০+ জন এখন গর্বের সঙ্গে কাজ করছে Fiverr, Upwork, Freelancer সহ বিভিন্ন মার্কেটপ্লেসে, দেশি-বিদেশি কোম্পানিতে, এমনকি eShikhon টিমের অংশ হিসেবেও।
আমরা এখানে তুলে ধরেছি সেই সব মানুষের গল্প, যারা ইশিখন থেকে শুরু করে আজ জীবনের নতুন অধ্যায় লিখছেন।

গ্রামে থেকেও প্রতি মাসে লাখ টাকা আয়
এদের কারো কারো মাসিক আয় শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে
বিকল্প আয়! চাকুরী থেকেও বড় ভরসা
মাত্র ১৫ বছর বয়েসে মাসিক ইনকাম লাখের উপর !
অলসদের জন্য এই ভিডিও না !
ইশতিয়াকের ভবিষ্যৎ পরিকল্পনা

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline