Description
পাইথন (Python)একটি অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথন একটি বহু-প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা (ফাংশন-ভিত্তিক, বস্তু-সংশ্লিষ্ট ও নির্দেশমূলক) এবং এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। পাইথন একটা খুব ডাইনামিক ল্যাংগুয়েজ। এছাড়া পাইথন ওপেন সোর্স। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চান, তাহলে খুবই সহজে কাজ করতে পরবেন। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক বেশ কিছু আছে, সেগুলার মধেই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক খুবই পপুলার। বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যৎ প্রযুক্তির ভিত্তি ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং, সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাইলে পাইথন প্রোগ্রামিং হতে পারে নির্দ্বিধায় আপনার প্রথম পছন্দের প্ল্যাটফর্ম। আরো নির্দিষ্ট করে বলতে গেলে পাইথন এর উপর ভিত্তি করে- Tornado, Django, Flask ইত্যাদি ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন। আবার ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেইস সমৃদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেমস ডেভেলপমেন্ট করতে চাইলে আপনি এই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আপনি তা করতে পারবেন। যে সকল বড় বড় প্রকল্পে পাইথন ব্যবহৃত হয়েছে তার মধ্যে জোপ অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব এবং মূল বিটটরেন্ট ক্লায়েন্ট উল্লেখযোগ্য। যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। বর্তমানে বিভিন্ন অনলাইল মার্কেট প্লেসে প্রচুর পরিমানে পাইথন প্রোগ্রামারদের চাহিদা রয়েছে। এছাড়াও পাইথন শিখে বিভিন্ন আইটি কোম্পানীতে ভাল বেতনে জব করার সুযোগ রয়েছে।
Reviews
There are no reviews yet.