NTRCA শিক্ষক নিবন্ধন -> সাধারণ জ্ঞান -> বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২০১৫ সালে প্রদত্ত “বাংলা একাডেমী সাহিত্য-২০১৪” পুরস্কার প্রাপ্তরাঃ

কবিতায় শিহাব সরকার

সাহিত্যে জাকির তালুকদার

প্রবন্ধে শান্তনু কায়সার,

গবেষণায় ভূঁইয়া ইকবাল,

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন,

ভ্রমণে মঈনুস সুলতান

শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন

অনুবাদ, নাটক এবং বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে এবার কাউকে পুরস্কার দেওয়া হয়নি।

২০১৪ সালে প্রদত্ত ‘বাংলা একাডেমী সাহিত্য ২০১৩’ পুরস্কার প্রাপ্তরাঃ

হেলাল হাফিজ (কবিতা),

পূরবী বসু (কথাসাহিত্য),

মফিদুল হক (প্রবন্ধ),

জামিল চৌধুরী (গবেষণা),

প্রভাংশু ত্রিপুরা (গবেষণা),

কায়সার হক (অনুবাদ),

হারুন হাবীব (মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য),

মাহফুজুর রহমান (আত্মজীবনী),

শহীদুল হক (বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ),

কাইজার চৌধুরী (শিশু সাহিত্য ও ছড়া),

আসলাম সানী (শিশু সাহিত্য ও ছড়া)।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline