NTRCA শিক্ষক নিবন্ধন -> সাধারণ জ্ঞান -> বাংলাদেশ সম্পর্কিত বিষয়

মায়ানমারের সাথে বাংলাদেশের  সীমানা রয়েছে ৩টি (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)

বাংলাদেশের  সাথে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে রাঙামাটি জেলার।

বাংলাদেশের সীমান্তবর্তী  জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই বান্দরবান ও কক্সবাজার এর।

বাংলাদেশের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই বরিশাল বিভাগ এর।

বাংলাদেশের  সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে চট্টগ্রাম বিভাগ এর।

বাংলাদেশের  সাথে মায়ানমারের কোন সীমান্ত সংযোগ নেই ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সাথে।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা  ১০টি।  জেলাগুলো হচ্ছে- ১) মুর্শিদাবাদ, ২) নদীয়া, ৩) চব্বিশ পরগনা, ৪) মালদহ, ৫) বীরভূম, ৬) কুচবিহার, ৭) জলপাইগুড়ি, ৮) বাহারামপুর, ৯) কৃষ্ণনগর, ১০) বারাসাত

অপারেশন পুশ ইন ও পুশ ব্যাক;

ভারত কর্তৃক একতরফাভাবে বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রচেষ্ঠা হচ্ছে অপারেশন পুশ ইন।

আর বি.ডি.আর. কর্তৃক ঠেলে পাঠানো বাংলাভাষীদের ভারতে ফেরত পাঠানো হলো অপারেশন পুশ ব্যাক।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline