📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

NTRCA শিক্ষক নিবন্ধন -> বাংলা -> সমাস ও প্রত্যয়

তদ্ধিত প্রত্যয়

বাংলা ভাষায় ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় ৩ প্রকার। যেমন- বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় ও তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

বাংলা তদ্ধিত প্রত্যয়

চোর+আ = চোরা

কেষ্ট+আ = কেষ্টা

ডিঙি+আ = ডিঙা

বাঘ+আ = বাঘা

হাত+আ = হাতা

কাল+আ = কালা

জল+আ = জলা

গোদ+আ = গোদা

রোগ+আ = রোগা

চাল+আ = চালা

লুন+আ = লুনা ˃ লোনা

আই

বড়+আই = বড়াই

চড়া+আই = চড়াই

কানু+আই = কানাই

নিম+আই = নিমাই

বোন+আই = বোনাই

ননদ+আই = নন্দাই

জেঠা+আই = জেঠাই

মিঠা+আই = মিঠাই

ঢাকা+আই = ঢাকাই

পাবনা+আই = পাবনাই

চোর+আই = চোরাই

মোগল+আই = মোগলাই

আমি/আম/

আমো/মি

ইতর+আমি = ইতরামি

পাগল+আমি = পাগলামি

চোর+আমি = চোরামি

বাঁদর+আমি = বাঁদরামি

ফাজিল+আমো = ফাজলামো

ঠক+আমো = ঠকামো

ঘর+আমি = ঘরামি

জেঠা+মি = জেঠামি

ছেলে+মি = ছেলেমি

ই/ঈ

বাহাদুর+ই = বাহাদুরি

উমেদার+ই = উমেদারি

ডাক্তার+ঈ = ডাক্তারী

মোক্তার+ঈ = মোক্তারী

পোদ্দার+ঈ = পোদ্দারী

ব্যাপার+ঈ = ব্যাপারী

চাষ+ঈ = চাষী

জমিদার+ঈ = জমিদারী

দোকান+ঈ = দোকানী

ভাগলপুর+ঈ = ভাগলপুরী

মাদ্রাজ+ঈ = মাদ্রাজী

রেশম+ঈ = রেশমী

সরকার+ঈ = সরকারী

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "NTRCA শিক্ষক নিবন্ধন -> বাংলা -> সমাস ও প্রত্যয়"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved