পলিটেকনিক বা ডিপ্লোমার শিক্ষার্থীরা সর্বশেষ সেমিস্টারে অংশগ্রহন করেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং বা ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট এ। যাকে ইন্টার্নশিপ সেশন ও বলা হয়ে থাকে। এই সেশনে শিক্ষার্থীরা প্রাকটিক্যাল নলেজ বা কাজের অভিজ্ঞতা অর্জন করেন যেন তারা জব মার্কেটে নিজেকে দক্ষ ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলতে পারেন। যারা ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট করার জন্য ভালো ইন্সটিটিউট খুঁজছেন তাদের জন্য ইশিখন বেস্ট চয়েজ যেখানে শিক্ষার্থীরা এমন ভাবে প্রশিক্ষিত হবে যেন বিভিন্ন কোম্পানিতে যোগ্যতার সাথে চাকুরি করতে পারেন।
বাংলাদেশের আইটিতে দক্ষ জনসম্পদ তৈরিতে ইশিখন এক দশকেরও বেশি সময় ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২০১২ সাল থেকে ইশিখন আইটি ও ফ্রিল্যান্সিং স্কিলের উপর প্রশিক্ষণ প্রদান করে আসছে। বিগত বছরগুলোতে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৪০,০০০+ (তেত্রিশ হাজার) শিক্ষার্থী। তাদের মধ্যে বর্তমানে ২৫,০০০+ ( একুশ হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করছেন, অনেকে দেশে-বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে উচ্চ বেতনে চাকরি করছেন। ইশিখনের রয়েছে দেশ সেরা দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকগণ যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাংলাদেশের আইটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের রয়েছে ১৩৫+ এজেন্ট সেন্টার এবং ১০০+ ক্যাম্পাস এম্বাসেডর যারা দীর্ঘদিন ধরে ইশিখন কে প্রতিনিধিত্ব করে আসছেন।
ইশিখন পলিটেকনিক ইন্সটিটিউটের ৭ম সেমিস্টারের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রোগ্রাম এর প্রস্তাব উপস্থাপন করছে। নিম্নলিখিত কোর্স সমূহের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে:
- ♦Web Design
- ♦Web Development
- ♦Android App Development
- ♦Flutter Android & IOS App Dev.
- ♦MERN Stack Web Development
- ♦Complete Digital Marketing
- ♦Advance SEO
- ♦Graphic Design
- ♦UI/UX Design
- ♦Motion Graphics
- ♦AutoCad 2D and 3D
- ♦3D Studio Max and VFX
- ♦Professional Video Editing
- ♦Data Entry with Freelancing
- ♦Ethical Hacking
- ♦Cisco Certified Network Associate
- ♦Machine Learning with Python
- ♦Software Testing
- ♦Python Programming
ইশিখনের রয়েছে উন্নতমানের আধুনিক ল্যাব ফ্যাসিলিটি যেখানে আছে ইন্টারএকটিভ প্যানেল ও একাধিক প্রজেক্টতর, ১০০+ উচ্চক্ষমতা সম্পন্ন পিসি (core-i5/core-i7), এয়ার কন্ডিশনার, সার্বক্ষণিক জেনারেটর সুবিধা। আমাদের প্রতিষ্ঠানে আছেন ৩০+ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (BETB) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক স্বীকৃত ও প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও প্রশিক্ষণকালীন সময়ে অতিথি ফ্যাকাল্টি / প্রশিক্ষক হিসেবে কাজ করবেন একাডেমিক এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ও খ্যাতিমান ব্যক্তিরা। পাশাপাশি আমাদের রয়েছে একাধিক এক্সপার্ট কাউন্সিলর এবং কোর্স কো-অর্ডিনেটর যারা প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করে থাকবেন।
ইশিখনে কোর্স ও ক্লাস করার সুবিধাসমূহ:
- ✅ক্লাস নেওয়া হয় অত্যাধুনিক শিক্ষা প্রযুক্তি ইন্টারএকটিভ প্যানেলের সাহায্যে। (১টা প্যানেল ১টা প্রজেক্টরের চেয়ে ১৫ গুণ দাম বেশি।)
- ✅প্রতিটি ক্লাসে ২ জন শিক্ষক, একজন ক্লাস নিবেন এবং অন্যজন প্রাকটিজের সময় হাতে কলমে দেখিয়ে দিবেন।
- ✅কোর্স শেষে লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। মার্কেটপ্লেসে কাজ করতে বা কাজ পেতে কোন অসুবিধা হলে আমাদের এক্সপার্ট ফ্রিল্যান্সাররা সাহায্য করবে এবং ফলো-আপে রাখবে যতদিন না কাজ পাবেন।
- ✅প্রতিটি পিসি উচ্চক্ষমতা সম্পন্ন (সর্বনিম্ন core-i5)।
- ✅প্রতিটি পিসিতে উচ্চমানের ইন্টারনেট ও ব্রান্ডের দামি হেডফোন (যেগুলো কলসেন্টারে ব্যবহৃত হয়)।
- ✅প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে সর্বনিম্ন ৩ ঘন্টার জন্য একটি ডেডিকেটেড পিসি।
- ✅প্রতিটি ক্লাস শেষে রয়েছে উক্ত ক্লাসের উপর মডেল টেস্ট, কুইজ এসাইনমেন্ট এবং দ্রুত শিখার সব অত্যাধুনিক ফিচার।
- ✅শিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।
- ✅অন্যান্য প্রতিষ্ঠান থেকে তুলনামূলক সর্বোচ্চ সফলতার হার।
- ✅কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর এক্সট্রা স্পেশাল ক্লাস । ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ।
- ✅কোর্স শেষে ফ্রি এবং পেইড ইন্টার্ণশিপ করার সুযোগ ।
- ✅আমাদের কোর্সগুলো সকাল, বিকাল এবং রাত্রীকালীন । আপনার সুবিধা মতো ব্যাচ সিলেক্ট করতে পারবেন । ওয়েবসাইট ভিজিট করে ব্যাচ এবং টাইম দেখে নিতে পারবেন ।
ঠিকানা/যোগাযোগ:
151/7, Good Luck Center(4th Floor), Panthapath Signal, Green Road, Dhaka-1205
+8809639399399 / 01705 776939 / 01948 858258 / 01842 858258
WhatsApp / IMO : +8801948858258
(সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত)