
🔹 যারা নতুন ফ্রিল্যান্সিং জগতে আসতে চাচ্ছেন, তাদের কমবেশি সবার মনে একটি প্রশ্ন আসে, কোর্স শেষ করেই কি কাজ করতে পারবো? প্রতিনিয়তই আমরা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি।
🔹 অনেকেই আছেন যারা গ্যারান্টি সহকারে বলে থাকেন একজন শিক্ষার্থী কোর্স চলাকালীন অবস্থায় অথবা শেষ করেই মার্কেটপ্লেসে কাজ বা বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। কিন্তু বাস্তবিক ভাবে এ ধরনের গ্যারান্টি দেয়া সত্যিই কঠিন। চাকরি বা কাজ পাওয়া সম্পূর্ণ নির্ভর করে একজন শিক্ষার্থীর দক্ষতার উপর। ইশিখনে প্রতিটি কোর্সে কারিকুলাম অনুযায়ী খুব ভালো ভাবে কাজ শিখানো হয়ে থাকে। কাজ শিখানোর পরে একাধিক রিভিউক্লাস নেয়া হয় এবং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করে আয় করা যায় এর উপর ৬টি ক্লাস নেয়া হয় যেখানে প্রোফাইল ক্রিয়েট করা, বায়ারদের সাথে যোগাযোগ করা, কাজ দেওয়া- নেওয়া, মার্কেটপ্লেসের টিপস এন্ড ট্রিক্স সবকিছু দেখিয়ে দেওয়া হয়। সাথে রয়েছে আজীবন সাপোর্ট।

🌐 https://eshikhon.com/
☎ যেকোন প্রয়োজনে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন
হেল্পলাইন: 09639 399 399 (সকাল ১০টা থেকে রাত ১১টা)
WhatsApp/Imo: 8801948858258
কেন ইশিখনে কোর্স করবেন
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।
কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।
প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।
কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।
কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://eshikhon.com/pro-offer/