উচ্চ মাধ্যমিক-এইচএসসি পদার্থ বিজ্ঞান : শব্দ

শব্দ

সূত্র :

সমীকরণ প্রতীক পরিচিতি ও একক
1.∆β = 10log(p2/p1)dB

2.n2 = n1 ± N

3.nA = nB ± N

4.

5.v = 4nl

6.β = 10logI/I0

7.N = n1~n2

8.

9.

10.n = v /2l

11.n = v /4l

β = dB এ শব্দ লেভেল (dB)

I = তীব্রতা (Wm-2)

Io = I×10-12Wm-2= প্রমাণ তীব্রতা

N = বীট

n = কম্পাঙ্ক (Hz)

v = শব্দের বেগ (ms-1)

T = তারের টান (N)

m = তারের একক দৈর্ঘ্যর ভর (kgm-1)

l = তারের দৈর্ঘ্য (m)

r = ব্যাসার্ধ (m)

ρ = ঘনত্ব (kgm-3)

 

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. একটি টানা তারে আড় কম্পনে কম্পাঙ্ক 250, যখন তারটির দৈর্ঘ্য 30cm কমানো হয়, তখন কম্পাঙ্ক 400 হয় । তারটির আদি দৈর্ঘ্য কত?

সমাধান :

n1l1 = n2l2 n1 = 250Hz

⟹ 250×l = 400×(l-30) n2 = 400Hz

∴ l = 80cm [ans] l2 = l1-30

l1 = l

২. 140cm দীর্ঘ ও 52g ভর সম্পন্ন তারকে 16kg ভর দিয়ে টান করে রাখা আছে । উক্ত তারের আড় কম্পন সৃষ্টি করলে মূল সুরের কম্পাঙ্ক কত?

সমাধান :

n = (1/2l)√(T/m) l = 140cm = 1.4m

= (1/2×1.4) T = gM/m

∴ n = 23Hz [ans] M = 16kg

m = 5g = 0.52kg

৩. একটি 500 কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকাকে কম্পমান অবস্থায় বন্ধ নলের সম্মুখে রেখে দেখা গেল যে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য 15cm বা 49cm হলে অনুনাদ উৎপন্ন হয় । শব্দের বেগ বায়ুতে কত?

সমাধান :

v = 4nl = 4×500×15 n = 500Hz

= 30000cms-1 l = 15cm

v = 300ms-1 [ans]

৪. 320Hz একটি সুরশলাকাকে কম্পিত অবস্থায় বন্ধ নলের সামনে রেখে দেখা গেল যে ১ম ও ২য় অনুনাদে বায়ুস্তম্ভের দৈর্ঘ্যের ব্যবধান 1.75ft । বায়ুতে শব্দের বেগ কত?

সমাধান :

u = 2n(l2-l1) l2-l1 = 1.75

= 2×320×1.75 n = 320Hz

∴ u = 1120fts-1 [ans]

৫. একটি মনো মিটারের তার নির্দিষ্ট বল দ্বারা টানা হল । টানা বল ও দৈর্ঘ্য উভয়ই দ্বিগুণ করা হল । বল ও দৈর্ঘ্য পরিবর্তনের পূর্বে ও পরে তারটির কম্পাঙ্কের তুলনা কর ।

সমাধান :

n1 = (1/2l)√(T/m)…(i)

n2 = (1/2×2l)√(2T/m)…(ii)

(i)/(ii) ⟹ n1/n2 = 2/√2

∴ n1 : n2 = 1.414 : 1 [ans]

৬. একটি সাইরেনের চাকতি প্রতি সেকেন্ডে 15 বার ঘুরে । চাকতিটিতে কতটি ছিদ্র থাকলে এটা 450Hz কম্পাঙ্কের সুরশলাকার সাথে ঐকতানিক হবে?

সমাধান :

N = m×n N = 450Hz

⟹ m = N/n = 450/15 n = 15 rads-1

∴ m = 30টি [ans]

৭. 50 ও 51cm দৈর্ঘ্য বিশিষ্ট এক মুখ বন্ধ দুটি অর্গান নলে প্রতি সেকেন্ডে 3টি বিটের সৃষ্টি হয়, বায়ুতে শব্দের বেগ কত?

সমাধান :

n1 – n2 = 3 [∵ l2>l1; ∴n1>n2]

⟹ v/(4l1) – (v/4l2) = 3

⟹ v{(1/4×50) – (1/4×51)} = 30

⟹ v(1/200 – 1/204) = 30

⟹ v = 30600 cms-1

∴ v = 306ms-1 [ans]

৮. 80টি ছিদ্র বিশিষ্ট একটি সাইরেনের চাকতি প্রতি মিনিটে 180 বার ঘুরানো হল । উৎপন্ন শব্দের কম্পাঙ্ক একটি সুরশলাকা কম্পাঙ্কের এক অষ্টক নিচে হলে, শলাকাটির কম্পাঙ্ক কত?

সমাধান :

সাইরেনের কম্পাঙ্ক, N = m×n m = 80

= 80×(180/60) n = 180/60

= 240Hz

∴ সুরশলাকার কম্পাঙ্ক = 2N

= 2×240

= 480Hz [ans]

পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সকল অধ্যায় দেখতে এখানে যান

 

আরো পড়ুনঃ

শব্দ ও প্রকারভেদ

বাংলা ৯০টি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

যেগুলো ইংরেজি শব্দের অর্থ হয়না

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline