যে শব্দগুলোর ইংরেজি অর্থ হয় না জেনে নিন

ক্যাফিউনে (পর্তুগিজ): নিজের আঙুল অন্যের চুলের মধ্যে চালানো।

স্কন্যাপসাইড (জার্মান): নেশা করা অবস্থায় মাথা থেকে কোনও আসাধারণ ধারণা বের হওয়া।

সানদকু (জাপানী): যে বই কেনা হয় কিন্তু কোনওদিন পড়া হয় না।

গিগিল (ফিলিপাইন): খুব মিষ্টি দেখতে কোনও কিছুকে টেপার ইচ্ছা।

ট্যারটেল (স্কটিশ): কোনও মানুষের নাম মনে করতে না পারলে তার সঙ্গে হ্যাণ্ডশেক করার সময় যে দ্বিধা হয়।

বাকু-শান (জাপানী): একজন সুন্দরী মহিলা যাকে শুধু পিছন থেকে দেখলেই ভাল লাগে।

ভার্স্কলিমবেসার্ন (জার্মান): কেউ যখন কোনও কিছু ভাল করতে চাইছে তখন সেটাকে খারাপ করে দেওয়া।

অ্যাবিয়োকো (ইতালীয়): ভরপেট খাওয়ার পর ঘুমে ঢুলু ঢুলু ভাব।

ঝাঘঝাঘ (পার্সি): প্রচণ্ড ঠাণ্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ।

ব্যাকপেইফেঞ্জেসিথ (জার্মান)- যে মুখ ঘুষি খাওয়ার যোগ্য ।

(জাপানী) – সূর্যরশ্মি অনেকগুলো গাছের ওপর পড়লে গাছের ফাঁক দিয়ে যে পরিমাণ রশ্মি দেখা যায়।

এজওতোরি (জাপানী): চুল কাটার পর যদি দেখতে বাজে লাগে।

সেগনেয়্যুর-টেরাসেস (ফরাসি): ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দেওয়া যখন তার আর অন্য কিছু কেনার থাকে না।

প্রজভোনিট (চেক): নিজের ফোন বাদ দিয়ে অন্যের নম্বর ফোন করা এবং একটা রিং হওয়ার পরেই কেটে দেওয়া যাতে অচেনা নম্বর দেখে সে ফোন করে।
এলএস্পিরিট দে লেসকেলিয়ার ( ফরাসি): ঘর ছেড়ে চলে আসার সময় সিঁড়িতে দাঁড়িয়ে শেষ মুহূর্তের কিছু আসাধারণ কথা।

পচেমুচকা (রাশিয়ান): সে মানুষ খুব বেশি প্রশ্ন করে।

বিলিতা পাশ (কঙ্গো): সকাল বেলায় দেখা খুব ভালো একটা স্বপ্ন যেটি গোটা দিনটাকে সুন্দর করে দেয়।

ইউটেপিলস (নরওয়ে): যে বিয়ার বাড়ির বাইরে খাওয়া হয়।

 

 

আরো পড়ুন:

ভিকারুননিসার ইংলিশ ভার্সনে ৪৭০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

ফাযিল পরীক্ষায় নকল ৪ শিক্ষককে বহিষ্কার

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনষ্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline