Free Digital Marketing Course Introduction:

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি ইশিখন আয়োজিত একটি বেসিক ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স যা আপনাকে পরিষ্কার ধারণা দিবে, কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়বেন এবং সেই সাথে ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে আপনাকে কোন পথে এগুতে হবে। রাজধানী ঢাকায় অবস্থিত ইশিখন.কম বাংলাদেশের একটি শীর্ষ আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেইনিং ইন্সটিটিউট যেখানে নামমাত্র মূল্যে ৩০+টির অধিক স্কিল ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ নিতে পারছেন।

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডলাইন কোর্স (Freelancing Guideline Course)। ডিজিটাল মার্কেটিং টার্মটি Online Marketing বা Internet Marketing হিসেবেও পরিচিত। বর্তমানে অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখে ফুলটাইম চাকরি করছেন আবার অনেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে চাকরির চেয়েও বেশি টাকা আয় করছেন।

 

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এমন একটি কৌশল যা একটি বিজনেসকে অনলাইনে ব্র্যান্ডিং করতে এবং সেল বাড়াতে ব্যবহার করা হয়। 

অনলাইনে যেকোনো ধরনের বিজনেসকে প্রতিষ্ঠিত করতে এবং বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে সেল বাড়াতে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে কার্যকরী পন্থা। এছাড়াও, একটি বিজনেস বিগত দিনগুলোতে কেমন পারর্ফম করেছিল এবং বর্তমানে সেল বা বিজনেস গ্রোথ কেমন যাচ্ছে, তার সম্পূর্ন ডাটা মনিটরিং করা যায়। অর্গানিক রিচ/সেল ছাড়াও পেইড প্রোমোশনের মাধ্যমে দ্রুত টার্গেটেড রেজাল্ট অর্জন করা যায়। পেইড প্রোমোশনের জন্য সবচেয়ে জনপ্রিয় ফেসবুক এডস মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, গুগল এডস, লিঙ্কেডিন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইত্যাদি।

 

ফ্রি কোর্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক:

ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব, সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজনেস, আইটি ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, ইনকামের বিভিন্ন উপায়, এমন অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে- Free Digital Marketing কোর্সটিতে।

  • তাছাড়া, নতুনদের জন্য কোন আইটি কোর্সটি উপযোগী হবে?
  • কোন কোর্সের ভবিষ্যৎ কেমন?
  • চাকরি বাজারে আইটি স্কিলের চাহিদা কেমন?
  • আইটি স্কিল শেখার জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগবে কি না?
  • ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ আছে কি না?
  • অনলাইন মার্কেটপ্লেস ছাড়াও আয়ের অন্য কোনো সুযোগ আছে কি না?
  • শিক্ষার্থী, চাকরিজীবী বা গৃহিনীদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন হবে?

কারা ক্লাস নিবেন: ফ্রি কোর্সগুলোতে মেন্টর হিসেবে পাচ্ছেন দেশের সেরা আইটি প্রশিক্ষক এবং সফল ফ্রিল্যান্সিং এক্সপার্টদের। আপনার ক্যারিয়ারকে সুন্দর ও নিশ্চিতভাবে গড়ে তুলতে ইশিখনের এই বেসিক আইটি ও ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্সগুলো আপনাকে সঠিক দিক-নির্দেশনা পেতে সাহায্য করবে।

 

🔳 ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে?

ডিজিটাল মার্কেটিং এর ফ্রি কোর্সটিতে অনলাইন এবং অফলাইন – দু’ভাবেই অংশ নেয়ার সুযোগ রয়েছে।

🔳 পড়াশুনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কোর্স শেখা যাবে?

হ্যাঁ, যাবে। আপনি পড়াশুনার পাশাপাশি ইশিখনের যেকোনো প্রোফেশনাল আইটি ও ফ্রিল্যান্সিং কোর্স অনায়াসে করতে পারবেন।

🔳 যারা কর্মজীবী বা গৃহিনী তারা কি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে অংশ নিতে পারবে?

অবশ্যই পারবেন। এই কোর্সটি তাদের জন্যও অনেক সহায়ক হবে।

🔳 ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে কি বেসিক কম্পিউটার জানা থাকতে হবে?

হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হবে।

🔳 ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে কিভাবে রেজিস্ট্রেশন করবো?

আপনি নিচের লিঙ্কে গেলে ইশিখনের সকল ফ্রি কোর্সের সম্পর্কে জানতে পারবেন এবং আপনার পছন্দের কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ইশিখনের আয়োজনে ফ্রি আইটি ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স !!!

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline