5954
দিন
সময়
মিনিট
সেকন্ড
১০-২৪ আগস্ট
সারাদেশে বিনামূল্যে ফ্রিল্যান্সিং
কোর্স প্রশিক্ষণ
রেজিস্ট্রেশন করুন
বৃত্তি ও চাকরির সুযোগ
আলোচিত বিষয় সমূহঃ
– What is CPA Marketing? (সিপিএ মার্কেটিং কি?)
– How Does CPA Marketing Work? (সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে?)
– What is the reason for the demand for CPA marketing? (সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলার কারন কি?)
সিপিএ মার্কেটি এর পূর্ণ অর্থ হচ্ছে Cost Per Action। সহজভাবে ধরুন কোন কিছু ডাউনলোড
শেয়ার
কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদি। এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে কিছু কাজের উপর নির্ভর করে পেমেন্ট দেয়া হয়। CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়
নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে। যেমন : রেজিষ্টেশন
ইমেল সাবমিট
পিন সাবমিট অথবা ডাইনলোড ইত্যাদি। CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$4 আয় হয়। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব।
একটা সহজ উদাহরন দেওয়া যাক।
কোন একটি সফটওয়্যার কোম্পানী ডাউনলোড অফার দিল যে
তাদের সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারলে পার ডাউনলোড ২ ডলার পেমেন্ট দেয়া হবে। এখন আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারেন তাহলে পার ডাউনলোড এ পাবেন ২ ডলার করে। এইটাই হচ্ছে সিপিএ মার্কেটিং ।
সিপিএ তে কি কি অফার পাওয়া যায় ?
সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে :
1 – Pay per download : এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড
গেমস ডাউনলোড ইত্যাদি।
2 – Pay per lead : এ ধরনের অফার গুলো হয় সাইন আপ
ইমেইল সাবমিট ইত্যাদি।
3 – Pay per sale : এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ
ইনসিওরেন্স ইত্যাদি।
– How Does CPA Marketing Work? (সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে?)
কস্ট পার অ্যাকশন (সিপিএ) বিপণন একটি অনুমোদিত মডেল যেখানে কোনও ব্যবহারকারী নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সময় কমিশন প্রদান করা হয়। এই ক্রিয়াগুলির মধ্যে একটি ফর্ম পূরণ করা, একটি উদ্ধৃতি পাওয়া, একটি লিড নেয়ার জন্য জন্য সাইন আপ করতে হয়। তাছাড়া পেইড মেথডেও সিপিএ মাকেটিং করা যায়।
– What is the reason for the demand for CPA marketing? (সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলার কারন কি?)
বর্তমানে অনলাইনে অর্থ উপার্জন করার সহজতম মাধ্যম হচ্ছে এই সিপিএ মাকেটিং। যার দরুন যে কেউ কয়েক মাসের ট্রেইনিং করেই সিপিএ মাকেটিং করে অর্থ উপার্জন করতে পারে। তাই সিপিএ মাকেটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
🎯🎯 দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে ইশিখন ওয়েবসাইটের মাধ্যমে লাইভে ক্লাস করার সুযোগ পাচ্ছেন।
যাদের ইন্টারনেট বা কম্পিউটার নেই, তারা আপনার নিকটস্থ ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্সগুলো লাইভে করার সুযোগ পাবেন। কিংবা আমাদের লাইভ ক্লাসের ডিভিডি সংগ্রহ করেও শিখতে পারবেন।
🗓 আরো বিস্তারিত: https://eshikhon.com/pro-offer
আমাদের পরবর্তী (আপকামিং) ব্যাচসমূহ: https://eshikhon.com/batch
🏢হেড অফিস: 23/3, Behind Sonali Bank, Zigatola, Dhanmondi, Dhaka-1209
সারাদেশে সেন্টারসমূহ (১০০+ টি): https://eshikhon.com/agents/
☎হেল্পলাইন: 09639 399399, 01948858258, 01842858258, 01705776939
#CPA_Marketing
#সিপিএ _মার্কেটিং
#CPA_Marketing_For_Beginners
0 responses on "CPA Marketing Course | সিপিএ মার্কেটিং কোর্স"