কিভাবে কোর্স অর্ডার করবেন দেখুন      কিভাবে লাইভ ক্লাস করবেন দেখুন    বিগত ব্যাচের ক্লাসসমূহ দেখুন 

কেন ইশিখনে ভিডিও কোর্স করবেন? সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানের ভিডিও কোর্সে তাদের পূর্বের রেকর্ডিং ভিডিও গুলো দিয়ে থাকে, সেগুলো বেশির ভাগই অনলাইন/ইউটিউব দেখে দেখে অদক্ষ ব্যক্তিরা ব্যবসার জন্য বানান এবং তারা যে বিষয়গুলো দেখায় আপনি শুধুমাত্র সে বিষয়গুলো পাচ্ছেন। অনেক ক্ষেত্রে পুর্নাঙ্গভাবে সবকিছু দেওয়াও থাকে না। কিন্তু ইশিখন.কম এর ভিডিও কোর্সে বিগত ব্যাচের লাইভ ক্লাসের ভিডিও দেয়া হয়েছে যা একজন দক্ষ শিক্ষক দিয়ে পরিচালিত হয়। লাইভ ক্লাসে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া হয়ে থাকে এবং প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়ে থাকে, ফলে আপনি পুর্নাঙ্গভাবে শিখতে সক্ষম হবেন। এছাড়াও রয়েছে মডল টেস্ট এবং এসাইনমেন্টের এর মাধ্যেমে আপনি কতটুকু শিখতে পারছেন তা যাচাই করার সুযোগ।
এই কোর্সে আপনি একবার রেজিট্রেশন করে আজীবন কোর্সের একসেস পেয়ে থাকবেন। এই কোর্সটি প্রতি ৬মাস অন্তর আপডেট করা হয় সুতরাং আপনি সব সময় আপডেট থাকার সুযোগ পাচ্ছেন। কোর্স সম্পন্ন করার পর রয়েছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট।

Description

Android App Development |  এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হল মোবাইলে আমরা প্লে স্টোর থেকে যেসব অ্যাপ ডাউনলোড করি সেগুলো তৈরি করা। যেমন মেসেঞ্জার, শেয়ারইট, ইমো, হোয়াট্সঅ্যাপ কিংবা বিভিন্ন গেইম যেমন: ক্ল্যাশ অফ ক্লান,পাব্জি, লুডু স্টার, ক্যান্ডিক্রাশ ইত্যাদি। এছাড়াও যেসব কম্পানির ওয়েবসাইট আছে তারা অ্যাপ বানাতে অ্যাপ ডেভেলপার খুঁজেন। কিন্তু চাহিদার তুলনায় অ্যাপ ডেভেলপার খুবই কম।
অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি করে আপনি নিজে নতুন কোন আইডিয়া দিয়ে অ্যাপ তৈরি করে নিজের ব্যবসা তথা কম্পানি শুরু করতে পারবেন। এমন বাংলাদেশে কয়েকটি অ্যাপ হল পাঠাও, ডক্টরোলা, ফুডপান্ডা ইত্যাদি। এছাড়াও আপনি যেকোন কম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবে উচ্চ বেতনে চাকরির সুযোগ পাবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও রয়েছে অ্যাপ ডেভেলপারদের প্রচুর চাহিদা। আপনি বাসায় বসে স্বাধীনভাবে যখন খুশি তখন আয় করতে চাইলে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।


Who can Learn:

যারা অ্যাপ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান

অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান

যাদের কোডিং  এ আগ্রহ রয়েছে।

যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান

 


What Will I Learn?

যেকোনো এন্ড্রয়েড অ্যাপ তৈরী।

Google Play এ অ্যাপস আপলোড করা এবং সেখান থেকে আর্ন করা।

Java, json, HTML

Android Webview with Newspaper App

5 Live project

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার পূর্ণাঙ্গ গাইডলাইন


যেটি যা প্রয়োজন

ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার
কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা
একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়।

বিশেষ সুবিধা সমুহ


যে কোন সময় যেকোন জায়গায় বসে কোর্স করা এবং আজীবন কোর্সে একসেস করার সুযোগ।
কোর্সে ব্যবহৃত সফটওয়্যার বিভিন্ন টুলস এবং ক্লাসের প্র্যাকটিস ফাইল দেয়া হবে।
প্রতিটি ক্লাস শেষে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট জমা দেওয়া সুযোগ।
কোর্স শেষে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট।


কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ:

আপওয়ার্ক , ফাইভার
অ্যাপ ডেভেলপার হিসেবে যেকোন আইটি কম্পানিতে চাকরি

কোর্সের সম্পূর্ন মডিউল দেখুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline