আসসালামু আলাইকুম, সবাইকে Class-01 : DIMA-Batch-N253-4 এর ক্লাসে স্বাগতম। যারা এখনো গত ক্লাসের এসাইনমেন্ট জমা দেননি, অনুগ্রহ করে দ্রুত জমা দিন। অনেকেই ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন না, সকলকে নিয়মিত থাকার অনুরোধ করা হচ্ছে। কোনো শিক্ষার্থী যদি (ট্রেইনার বা ইশিখনকে না জানিয়ে) পরপর ৫ দিন ক্লাসে অনুপস্থিত থাকেন, তার স্টুডেন্টশিপ বাতিল বলে গণ্য হবে।

আপনাদের প্রতিটি ক্লাসে অংশগ্রহণের জন্য নির্ধারিত মার্ক আপনার মূল কোর্সের মার্কস এ যুক্ত হবে। তাই ক্লাসে অংশ না নিলে আপনি পিছিয়ে পড়বেন এবং ভাল নম্বর পাবেন না। শিক্ষক ক্লাসে যোগদানের পর প্রথম ১৫ মিনিট থাকবেন এসাইনমেন্ট ও প্র্যাকটিস ফাইল সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য।

লাইভ ক্লাসে যোগ দিতে নিচের “লাইভ ক্লাসে প্রবেশ করুন” বাটনে ক্লিক করুন। ক্লাসে অংশ নিতে সমস্যা হলে এই ভিডিওটি ভালোভাবে দেখুন: এই ভিডিওটি


বি:দ্র: লাইভ ক্লাস শেষ হলে (পরবর্তী ক্লাস শুরুর আগে) ভিডিও এই লিংকে আপলোড করা হবে। উপরের Blue বাটনে ক্লিক করে ক্লাস ভিডিও ডাউনলোড করে নিন।

প্রতিটি সম্পন্ন হওয়া ক্লাসের ভিডিও সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত থাকবে, তাই নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করে সংরক্ষণ করে নিন।

যদি বিদ্যুৎ, ইন্টারনেট বা অন্য কোনো কারণে শিক্ষক নির্ধারিত সময়মতো ক্লাসে উপস্থিত না হতে পারেন, অনুগ্রহ করে সর্বোচ্চ ২০ মিনিট অপেক্ষা করুন। এরপরও কোনো আপডেট না পেলে ইশিখন কাস্টমার সাপোর্টে যোগাযোগ বা মেসেঞ্জার গ্রুপ চেক করুন।

আপনার কোর্স সংক্রান্ত সকল নোটিশ/আপডেট ইশিখন একাউন্ট ড্যাশবোর্ডের অ্যাক্টিভিটি অংশ এবং কোর্সের ফেসবুক গ্রুপে প্রকাশ করা হবে।

📄 এসাইনমেন্ট

উপরের বাটনে ক্লিক করে আপনার ইমেইল দিয়ে Google Classroom-এ জয়েন করুন এবং এসাইনমেন্ট জমা দিন।

বি:দ্র: ক্লাস শেষে নিচের ডান পাশে থাকা “PROCEED TO QUIZ” বাটনে ক্লিক করে কুইজ সম্পন্ন করুন এবং পরবর্তী ক্লাসে যোগ দিতে “NEXT UNIT” বাটনে ক্লিক করুন।

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline