
বর্তমানে ফ্রিল্যান্সিং অধিক চাহিদাসম্পন্ন একটি পেশা । ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা যেখানে আপনি ঘরে বসেই অন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারছেন। যেহুত ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে কাজ করতে হয় এবং কাজগুলো আইটি বিষয়ক সেহুত ফ্রিল্যান্সিং করতে অবশ্যই একটি কম্পিউটার প্রয়োজন। সেটি হতে পারে ডেস্কটপ বা ল্যাপটপ। কিন্তু আমরা অনেকেই কোন কনফিগারেশনের ডেস্কটপ বা ল্যাপটপ কিনবো সেটি নিয়ে চিন্তিত থাকি। তাদের সুবিধার্থে আমাদের আজকের আলোচনা।
ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমত যেকোন একটি বিষয় বা কাজে অবশ্যই দক্ষ হতে হবে। বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। কাজের ধরন অনুযায়ী ক্যাটাগরি বা সেক্টরগুলো নির্ধারণ করা হয়ে থাকে। যেমন: ওয়েব এবং অ্যাপ ক্যাটাগরি, গ্রাফিক এবং ভিডিও ক্যাটাগরি, ডিজিটাল এবং অনলাইন মার্কেটিং ক্যাটাগরি, সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্কিং ক্যাটাগরি ইত্যাদি। একেক ক্যাটাগরির কাজের ধরন একেক রকম হয়ে থাকে। কম্পিউটার কনফিগারেশন নির্ভর করছে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন তার উপর। ভিন্ন ভিন্ন কাজের জন্য আপনার ভিন্ন ভিন্ন সফটওয়্যার ও টুলস এর প্রয়োজন হতে পারে। তাই সর্বপ্রথম আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন।

- অফিস ওয়ার্ক, ডাটা এন্ট্রি এই কাজের জন্য সাধারণ কনফিগারেশনের কম্পিউটার হলেই হবে। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির কাজের জন্যও খুব একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন হয় না এরজন্য Core i3 বা AMD Ryzen 3 প্রসেসর, ৪ জিবি RAM, ১২৮ জিবি SSD হলেই হবে।
- ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং নেটওয়াকিং ক্যাটাগরির জন্য সাধারণত Core i3-i5 বা AMD Ryzen 3-5 প্রসেসর, ৪-৮ জিবি RAM, ১২৮ জিবি SSD কার্ড প্রয়োজন হয়।
- গ্রাফিক ডিজাইন বা এ জাতীয় ক্রিয়েটিভ কাজের জন্য তুলনামূলক ভালো কনফিগারেশনের ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন। প্রফেশনাল ভিডিও এডেটিং ক্যাটাগরির কাজ (যেমন: মোশন গ্রাফিক্স, ২ডি ৩ ডি এনিমেশন ইত্যাদি) করতে হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন। এরজন্য Core i5-i7 বা AMD Ryzen 5-7 প্রসেসর, ৮-১২ জিবি RAM, ২জিবি GPU, ২৫৬ জিবি SSD, ৫০০ জিবি হার্ডডিস্ক প্রয়োজন হয়।
ফিল্যান্সিং করার জন্য ডেস্কটপ কম্পিউটার ভালো হয়। দীর্ঘ সময় ধরে কাজ করলে এবং ভারী সফটওয়্যার এর কাজ করলে ডেস্কটপে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। কনফিগারেশনের উপর মূল্য নির্ধারণ হয়ে থাকে। ২৫- ৩০ হাজার টাকার মধ্যে সাধারণ কম্পিউটার পেয়ে যাবেন। ৪০-৭০ হাজার টাকার মধ্যে আপনি ভালো কনফিগারেশনের কম্পিউটার পেয়ে যাবেন। এক্সট্রা হার্ডওয়্যার সংযোজন করতে চান তাহলে হয়ত আরো কিছু টাকা খরচ বেড়ে যেতে পারে।
কেন ইশিখনে কোর্স করবেন
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।
কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।
প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।
কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।
কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://eshikhon.com/pro-offer/