
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৪
631. ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়-
- ১ মিলি সেকেন্ড
- ১ মাইক্রো সেকেন্ড
- ১ ন্যানো সেকেন্ড
- ১ পিকো সেকেন্ড
632. উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয়?
- কম্পাইলার
- প্যাসকাল
- এক্সেল
- বেসিক
633. এক লিংক থেকে আরেক লিংক এ গমন করার নাম কে বলে-
- নেভিগেশন
- ব্রাউজার
- ইনভেস্টিগেশন
- নিউনেশন
634. শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত ডেটাবেজ কোনো ছাত্রের বেতন পরিশোধ করা আছে কিনা তা বুঝানোর জন্য কোন প্রকার ডেটা ব্যবহার করা যেতে পারে?
- লজিক্যাল
- মেমো
- নাম্বার
- কারেন্সী
635. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
- চার্লস ব্যাবেজ
- লেডি এ্যাডা
- ব্লেইজ প্যাস্কাল
- মেরী জেকার্ড
636. Ms-Word এ কোনো ডকুমেন্ট টাইপ করার সময় একই লাইন বারবার লেখার কাজ সহজে করা যায় কোন কমান্ড ব্যবহার করে?
- Cut, Paste
- Copy, Paste
- Replace,Paste
- Undo,Paste
637. পার্সোনাল কম্পিউটারের কী বোর্ডে কয়টি ফাংশন কী আছে?
- 10
- 12
- 14
- 16
638. ভিজ্যুয়াল বেসিকে প্রতীকটি কী নির্দেশ করে?
- ইনপুট
- আউটপুট
- সিদ্ধান্ত
- প্রক্রিয়াকরণ
639. দ্রুতগতিতে কাজ করার জন্য কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক?
- ইন্টারপ্রেটার
- এসেম্বলার
- কম্পাইলার
- ডিবাগার
640. কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম?
- প্যাকেজ প্রোগ্রাম
- অনুবাদক প্রোগ্রাম
- ডাটাবেজ প্রোগ্রাম
- স্পেডশিট প্রোগ্রাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন :
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৫
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৬
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৭