
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৫
641. ডাটাবেজের ক্ষুদ্রতম একক হচ্ছে-
- বিট
- বাইট
- রেকর্ড
- ফিল্ড
642. ভিজ্যুয়াল বেসিকে লেখা প্রোগ্রামকে বলা হয়-
- সোর্স কোড
- অবজেক্ট কোড
- ইউনিকোড
- আসকি কোড
643. Name’ হলো-
- Bit
- Byte
- Field
- Record
644. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম এর সাহায্যে করা যায়-
- হিসাব-নিকাশ
- ছবি সম্পাদনা
- লেখালেখির কাজ
- তথ্য-ব্যবস্থাপনা
645. নিচের কোনটি মৌলিক লজিক গেট?
- NAND
- NOR
- XOR
- NOT
646. ভিজ্যুয়াল বেসিকে লেখা প্রোগ্রামকে বলা হয়-
- মোর্সকোড
- অবজেক্টকোড
- ইউনিকোড
- আসকিকোড
647. নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম?
- Lotus
- Excel
- Word
- Excess
648. ওয়ার্কশিটের বামদিক থেকে ডানদিকে চলে আসা ঘরগুলোকে বলে-
- কলা
- সারি
- রেঞ্জ
- লাইন
649. অ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয়?
- বার চার্ট
- চার্ট
- পাই চার্ট
- ফ্লোচার্ট
650. কোনটি উচ্চতর প্রোগ্রাম নয়?
- BASIC
- Cobol
- C
- Lotus 1-2-3
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন :
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৬
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৭
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৬৮