বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৩

অণুজীব

 

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৩

921. একটি ওয়ার্কসিটের কতগুলো সেল থাকতে পারে ?

  1. ১০ লাখ
  2. ২০ লাখ
  3. ৩০ লাখ
  4. ৪০ লাখেরও বেশি

922. কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম ?

  1. File Maker Pro
  2. Dbase for DOS
  3. Excel
  4. Lotus

923. স্প্রেডসিট প্রোগ্রাম কোনটি ?

  1. ডিবেজ
  2. এমএসওয়ার্ড
  3. ওরাকল
  4. এক্সেল

924. ডস (DOS) কি ?

  1. ইনপুট সিস্টেম
  2. আউটপুট সিস্টেম
  3. অপারেটিং সিস্টেম
  4. কোনটিই নয়

925. স্প্রেডসিট দিয়ে প্রধানত-

  1. লেখালেখির কাজ করা যায়
  2. তথ্য বিশ্লেষনের কাজ করা যায়
  3. হিসাব নিকাশের কাজ করা যায়
  4. গ্রাফিক্সের কাজ করা যায়

926. কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয় ?

  1. সেল
  2. রেঞ্জ
  3. চার্ট
  4. ফর্মুলা

927. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?

  1. ইংকজেট প্রিন্টার
  2. লেজার প্রিন্টার
  3. ডটমেট্রিক্স প্রিন্টার
  4. বাবল জেট প্রিন্টার

928. নিচের কোনটি একটি উন্মক্ত অপারেটিং সিস্টেম?

  1. Redhat Linux
  2. Windows 98
  3. Windows XP
  4. DOS

929. কোন কম্পিউটারকে অন্য কোন কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?

  1. বায়োস
  2. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  3. রম
  4. কাপলার

930. নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ড্যাটা পরিবহন করা যায়?

  1. টুইস্টেড পেয়ার কেবল
  2. কোএক্সিয়াল কেবল
  3. ক্যাট-৫
  4. ফাইবার অপটিক কেবল

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

 

আরো পড়ুন:

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৪

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৫

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৬

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline