
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৬
951. মোডেম একটি?
- রিলে মেশিন
- কনভারশন টুল
- পাওয়ার কানেকশন টুল
- অপটিক্যাল ফাইবার
952. One byte consists of-
- Four bits
- one bit
- ten bits
- eight bits
953. 1 kilo byte is equal to
- 1000bit
- 1000 byte
- 1000 x 8 bit
- none of them
954. কোনটি মাদার বোর্ডের অংশ নয়?
- সিপিইউ
- মেমোরি
- পাওয়ার সাপ্লাই
- রেজিস্টার
955. কম্পিউটারের মেমরি নিম্নের কোনটি?
- কী-বোর্ড
- মাইক্রোপ্রসেসর
- ROM
- মাদার বোর্ড
956. Apple প্রযুক্তির সাথে নিম্নের কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
- অ্যাডওয়ার্ড স্নোডেন
- ফিলিপ কটলার
- স্টিভ জবস
- মাইকেল ওমেকার
957. নিচের কোনটি অপটিক্যাল ডিভাইজ এর উদাহরণ-
- হার্ড ডিস্ক
- র্যাম
- সি পি ইউ
- সিডি ড্রাইভ
958. নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইজ-
- সিআরটি মনিটর
- স্পিকার
- প্রিন্টার
- কী-বোর্ড
959. ‘INF’ কোন ধরনের ফাইল?
- সিস্টেম ফাইল
- ইমেজ ফাইল
- হাইপারটেক্সট ফাইল
- ডকুমেন্ট ফাইল
960. একটি প্রিন্টারের আউটপুট-এর মান নির্ধারন করা হয়?
- Dot per second
- Dot per inch
- Dot matrix per minute
- dot printed per sq. inch
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৭
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৮
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৯