
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯১
901. Windows – 98 Operating System কত বিটের (Bit)?
- ৩২ বিট
- ১৬ বিট
- ১২৮ বিট
- ৬৪ বিট
902. কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বুঝানো হয়-
- এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
- তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
- যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- কম্পিউটার তৈরির নক্সা
903. আধুনিক মুদ্রন ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ-
- কম্পিউটার
- অফসেট পদ্ধতি
- ফটো লিথোগ্রাফী
- প্রসেস ক্যামেরা
904. কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয়-
- এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
- তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশ বিশেষ
- যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- কম্পিউটার তৈরির নক্সা
905. বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় ?
- Ctrl +Alt +B
- Ctrl +Alt +V
- Shift +Alt +B
- Shift +Alt +V
906. চলমান গ্রাফিক্সকে বলা যায়-
- ছবি
- অ্যানিমেশন
- অডিও
- সবকটি
907. কম্পিউটার যেটি নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একককে বলা হয়-
- ইনপুট
- উপাত্ত
- আউটপুট
- প্রসেস
908. UUCP প্রটোকলটির পূর্ণ নাম কী ?
- Under Unix Communication Program
- UNIX to UNIX copy Program
- Under UNIX copy Program
- Undeveloped UNIX Communication Program
909. একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে ?
- ৩২ টি
- ৪২ টি
- ৫২ টি
- ৬৪টি
910. একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট ধরনের সম্পর্কযুক্ত করাকে কি বলে ?
- Lookup
- Hyperlink
- OLE object
- Wizard
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯২
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৩
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৪