
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৮
871. MS Word কি ধরনের সফটওয়্যার ?
- অপারেটিং সিস্টেম
- প্যাকেজ প্রোগ্রাম
- ইউটিলিটি সফটওয়্যার
- অনুবাদক প্রোগ্রাম
872. পার্সোনাল কম্পিউটারের প্রথম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম কী ?
- Word Art
- Word perfect
- Word Star
- MS Word
873. কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার-
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
- অপারেটিং সিস্টেম
- এমএস ওয়ার্ড
- এমএস এক্সেল
874. কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে-
- মেশিন ভাষা
- এসেম্বলি ভাষা
- উচ্চতর ভাষা
- ইংরেজী ভাষা
875. সেবামুলক প্রোগ্রামের অংশ কয়টি ?
- ছয়টি
- চারটি
- দুটি
- তিনটি
876. অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ হল-
- শেল
- কোর
- কারনেল
- সেন্টার পয়েন্ট
877. কোনটি হার্ডওয়্যার ও এপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে?
- কন্ট্রোল ইউনিট
- CPU
- ইনপুট ডিভাইস
- অপারেটিং সিস্টেম
878. Start up disk এ কী থাকে ?
- System software
- MS-Word
- MS-Access
- Pragramming Language C++
879. সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারগুলোর-
- মস্তিষ্ক
- প্রাণ
- হাত
- পা
880. সফটওয়্যার কত প্রকার ?
- ২ প্রকার
- ৪ প্রকার
- ৭ প্রকার
- ৯ প্রকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৯
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯০
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯১