
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭১
701. ১ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের ____ ভাগের এক ভাগ সময় ।
- এক কোটি
- একশত কোটি
- এক লক্ষ
- এক হাজার
702. কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়-
- মিলি সেকেন্ড
- ন্যানো সেকেন্ড
- মাইক্রো সেকেন্ড
- পিকো সেকেন্ড
703. A person having the full control over the domain or computer is a/ an –
- operator
- administrator
- engineer
- programmer
704. কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম –
- OR,AND, NAND
- NOR, AND, NOT
- OR, AND, NOT
- NOR, NAND, EX-OR
705. Y2K- তে K মানে –
- শত
- হাজার
- দশ হাজার
- লক্ষ
706. ১২ কে বাইনারী প্রণালীতে প্রকাশ কর –
- 1000
- 1100
- 1011
- 1110
707. ১ বাইটে বিটের সংখ্যা কত ?
- 8
- 16
- 2
- 32
708. কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রন হল-
- Bytes
- Bits
- Characters
- Symbols
709. কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট = কত বাইট ?
- ১০০০*১০০০
- ১০২৪*১০২৪
- ১০৩২*১০৩২
- ১০০*১০০
710. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে ?
- ২ কোটি
- ৩ কোটি
- ৪ কোটি
- ৫ কোটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭২
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭৩
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭৪