
bcs-computer-basic – বিসিএস – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 74
731. কিবোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
- Shift+Save
- Ctrl+S
- Alt+S
- Shift+S
732. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘দ’ বর্নটি লিখতে কিবোর্ডে ইংরেজী কোন বর্ণটি চাপতে হয়?
- R
- K
- G
- L
733. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
- Bill Gates
- Andrew S. Grove
- Tim Cook
- Lawrence J. Ellison
734. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
- IOS
- Android
- Windows Phone
- Symbian
735. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
- Data Definition Language
- Data Manipulation Language
- Query Language
- উপরের সবগুলোই
736. MICR পূর্ণরূপ কি?
- Magnetic Ink Character Reader
- Magnetic Ink Code Reader
- Magnetic Ink Case Reader
- উপরের সবগুলোই
737. বিজয় কী-বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?
- Ctrl + Alt + B
- Ctrl + Alt + V
- Ctrl + Alt + E
- Ctrl + Alt + C
738. মাইক্রোসফট ওয়ার্ড-এ ‘সেভ’ কমান্ড কোন মেনুতে থাকে?
- এডিট মেনুতে
- ভিউ মেনুতে
- ফরম্যান মেনুতে
- ফাইল মেনুতে
739. পৃষ্ঠা সজ্জার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?
- স্প্রেডশিট প্রোগ্রাম
- গ্রাফিক্স প্রোগ্রাম
- অপারেটিং সিষ্টেম
- এ্যাপলিকেশন সফটওয়্যার
740. হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক স্থাপন করে কে?
- কম্পিউটার
- নেটওয়ার্ক
- অপারেটিং সিস্টেম
- এ্যাপলিকেশন সফটওয়্যার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।