কিভাবে ইশিখন.কম এর অনলাইন ফ্রি কোর্সে অংশ নিবেন (Coupon Code:pro-offer)

প্রথমেই মনে রাখুন, এটা কোন ফর্ম ফিলআপ নয় যে, আপনাকে নাম ঠিকানা, লিখতে হবে। এটা অনলাইনে পণ্য অর্ডারের মতই আপনাকে কোর্স অর্ডার করতে হবে। আমাদের সকল কোর্স  পেইজে তথ্য-প্রযুক্তির ১০টি কোর্স দেওয়া আছে। উক্ত কোর্সে আমাদের মুল প্রাইস দেখালেও যখন কুপন কোড হিসেবে pro-offer এপ্লাই করবেন, সাথে সাথে শুধু আবেদন ফি দেখাবে।

কিভাবে কোর্স অর্ডার করবেন, তা নিচে ছবি ও লিখিত আকারে দেওয়া হল:

  • প্রথমে এখানে ক্লিক করে  সকল কোর্স পেইজে যান। নিচের চিত্রে (লাল দাগ করা)
  • এরপর সকল কোর্স পেইজ থেকে  আপনার পছন্দের কোর্সটির উপর ক্লিক করে কোর্স পেইজে যান। (যেমন নিচের চিত্রে আমি YouTube Masterclass – Complete Guide to YouTube Video Editing, Marketing and Earning কোর্সটাতে গেলাম।)

কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”300″ height=”235″ />

  • উক্ত কোর্স পেইজে নিচে মাঝামাঝিতে প্রতিটি কোর্সের ব্যাচ দেখতে পাবেন।
  • উক্ত ব্যাচের পাশে কবে থেকে উক্ত ব্যাচ শুরু হবে, ব্যাচের সময়সহ সব বিস্তারিত পাবেন।

কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”102″ height=”300″ />

  • উক্ত ব্যাচ থেকে আপনার সময়মত পছন্দ অনুযায়ী ব্যাচের ডানপাশের ‘Enroll Now’ তে ক্লিক কর

কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”300″ height=”161″ />

  • ‘Enroll Now’ তে ক্লিক করলে আপনাকে বিলিং পেইজে নিয়ে যাবে,
  • সেখানে সবার উপরে Coupon Code এর ঘরে লিখবেন: ‘pro-offer’
  •  ‘Apply Coupon’ এ ক্লিক করবেন।

কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”300″ height=”140″ />

  • কুপন এপ্লাই করলে ডানপাশে Total এ শুধু আপনার কোর্সের আবেদন ফি দেখাবে।
  • মনে রাখবেন Coupon Code ঘরে pro-offer লিখে এরপর ‘Apply Coupon’ এ ক্লিক না করলে আপনাকে মুল কোর্স ফি দেখাবে।
  • এরপর ‘proceed to checkout’ এ ক্লিক করবেন।

কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”300″ height=”149″ />

  • ‘proceed to checkout’ এ ক্লিক করার পর আপনাকে চেকআউট ঘরে নিয়ে যাবে, উক্ত ঘরে আপনার তথ্য দেওয়ার ঘর দেখতে পাবেন
  • আপনার নাম, ইমেইল (একটিভ ইমেইল) দিবেন।
  • এরপর একটু নিচে  ‘order notes’  এর ঘরে আপনার মোবা্ইল নং ও বিকাশ/রকেট নাম্বার (যে নাম্বার থেকে আবেদন ফি পাঠাবেন।) দিবেন।

পরের পেইজে/স্টেপে গিয়ে বিকাশ করবেন। পরের স্টেটে আমাদের বিকাশ নং পাবেন এবং বিকাশ করার নিয়মও পাবেন।

চেকআউট
সবশেষে নিচে চেক বক্সে ক্লিক করে ‘Place Order’ বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হবে।

টাকা পাঠানোর নিয়ম

‘Place order’ এ ক্লিক করার পর আপনাকে পরের স্টেটে নিয়ে যাবে, সেখানে আপনার অর্ডার নং, আমাদের বিকাশ নাম্বার ও বিকাশ করার নিয়ম দেখতে পাবেন। বিকাশ করার সময় reference ঘরে অর্ডার নাম্বার লিখবেন। (এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ)


আবেদন/অর্ডার সম্পন্ন হওয়ার পর উক্ত পেইজের উপরে ডানপাশে দেখতে পাবেন আপনার নামে একটি একাউন্ট তৈরি হয়েছে।  সেখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার প্রোফাইল/ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
কিভাবে <a href=ইশিখন.কম এ কোর্সে অংশ নিবেন” width=”300″ height=”196″ />
কোর্স, সার্টিফিকেট, ব্যাজ, কুইজ, ইউনিট, এসাইনমেন্টসহ সবকিছু ওখানে পাবেন।

উক্ত একাউন্ট থেকে আপনি চাইলে আপনার কোর্সমেট তথা ক্লাসমেটদের ফেসবুকের মত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন, ব্যাচভিত্তিক স্ট্যাটাস আলোচনা (ফেসবুক গ্রুপের মত), একে অন্যকে এবং টিচারকে পার্সোনাল মেসেজ করতে পারবেন। আপনার কতটা লেসন/লেকচার শেষ হলো, কয়টা বাকি আছে, কতটুকু প্রগ্রেস হল ইত্যাদি সবকিছু দেখতে পাবেন। আপনার পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথে আপনার একাউন্ট এ পরবর্তী করণীয় চলে যাবে।

আবেদন ফি পাঠিয়ে কোর্স অর্ডার করার পর আপনার প্রোফাইলে উক্ত কোর্স দেখতে পাবেন এবং কোর্সে ঢুকলে লাইভ ক্লাসে অংশ নেওয়ার ভিডিও, লিখিত টিউটোরিয়াল, প্রয়োজনীয সফ্টওয়্যার সবকিছু পাবেন। এরপর বর্তীতে টেকনিক্যাল যেকোন সমস্যা আপনার কোর্সের শিক্ষক দেখবেন।

বিকাশে আবেদন ফি পাঠানোর সাথে সাথে আপনি কোর্সে এবং ব্যাচের ভেতর এক্সেস/প্রবেশ করতে পারবেন।

বিকাশ করার পর কেউ যদি এক ঘন্টার মধ্যে কোর্সে এক্সেস না পান, তবে এই পোস্টের নিচে কমেন্ট করে কিংবা আমাদের 01948858258 নাম্বারে কল করে জানাবেন।

ফ্রি কোর্স সম্পর্কে না জেনে থাকলে অফারটি সর্ম্পকে বিস্তারিত জেনে নিন

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline