
“AS if ও as though এর অর্থ হচ্ছে “যেন”। উভয় শব্দের ব্যবহার একই রকম।
১। as if ও as though এর আগের বাক্যটি যদি Present Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Indefinite Tense হবে।
যেমনঃ He talks as if he (know) everything. এই বাক্যে as if এর আগের বাক্যটা Present Indefinite Tense হয়েছে তাই as if এর পরের বাক্যটি Past Indefinite Tense হবে অর্থাৎ know- verb এর past form অর্থাৎ knew হবে।
২। as if ও as though এর আগের বাক্যটি যদি Past Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Perfect Tense হবে।
যেমনঃ He talked as though he (know) everything. এই বাক্যে as though এর আগের বাক্যটা Past Indefinite Tense হয়েছে তাই as though এর পরের বাক্যটি হবে Past Perfect Tenseঅর্থাৎ know- verb এর আগে had বসবে এবং ঐ know-verb এর Past Participle form হবে অর্থাৎ had known হবে।
√√ Errors in adverb √√
1.আমি এখনই আসছি
– I am coming presently .
( just now নয় )
2.এটা কিছু পরিমাণে সত্য
– This is partly true.
( somewhat নয় )
3.ঘরটি আমাদের জন্য নিতান্তই
ছোট
– The room is much too small for us.
( too much নয়)
4.তুমি কি সিনেমায় যাচ্ছ
– Are you going to cinema? Certainly!
( Of course নয়)
5.প্রবন্ধটি সংক্ষেপে লিখ
– Write the essay briefly.
( shortly নয়)
☆Errors in preposition…
6.আপনি কার কথা বলেছেন? –
Whom are you speaking of?
( of whom নয় )
7.আমার মুখ বাবার মুখের মত
দেখতে
– My face resembles my fathers .
( to my father নয় )
8.আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম
– I warned him of this.
( against or about নয় )
9.আমি খেলার চেয়ে পড়তে
ভালোবাসি
– I prefer reading to writing.
( to read than to write নয় )
10.এতে কোন সন্দেহ নাই
– It admits of no doubt.
( of বাদ হবে না)
11.তুমি কি বইখানা পড়ে শেষ করেছ
– Have you finished reading the
book.
( to read নয়)
12.তুমি কোথায় গিয়েছিলে?
-Where had you been?
( to নয়)
13.তোমার উপদেশে আমার উপকার
হলো
– I profited by your advice.
( from নয় )
14.তোমার উপরে আমার কোন
বিশ্বাস নাই
– I have no confidence in you.
( on or upon নয় )
15.রাজশাহী কি জন্য প্রসিদ্ধ?
-What is Rajshashi noted for?
16.সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন
জানাচ্ছি
– I congratulate you on your success.
( for নয় )
17.সে দশখানা বইয়ের অর্ডার দিয়েছে
– He has ordered ten books.
( ordered for নয় )
18.হেডমাস্টারের কাছে আমার হয়ে
একটু সুপারিশ করে দেবেন
-Please recommend me to the
headmaster.
( for me নয় )
19.২৯ মে পরীক্ষা আরম্ভ হবে
– The examination will begin on the 29th May.
( from নয়)
20.সন্ন্যাসীর কাছে রাজা ও ফকির
সমান
– To a hermit a king and a beggar are alike.
( equal নয় )
***Errors in conjunctions…
21.চেষ্টা না করলে সফল হবে না
-Unless you try, you will never
succeed.
( unless you do not try হবে না)
22.তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ
আমি অপেক্ষা করব
– I shall wait until you come back.
( until you do not নয় )
23.সে আমার মত ইংরেজী বলতে
পারে না
– He cannot speak English as I can.
( like I হবে না)
24.সে কোন দেশের লোক?
– What country does he belong to.
( belongs নয় )
☆Miscellaneous Errors…
25.আমার যখন পাঁচ বছর তখন আমার
বাবা মারা যান
– My father died when I was a child five years
old.
( of হবে না)
26.কখন যাবে বল
– Tell me when you are going.
27.গতকাল আমি তাকে লিখেছিলাম
– I wrote to him yesterday or I wrote him a
letter yesterday.
( I wrote him yesterday হবে না)
28.তার নাম কি আমি জানি না
– I don’t know what his name is .
( what is his name হবে না)
29.তোমার মত মারুফও বুদ্ধিমান
-Maruf as well as you is intelligent.
( are নয়)
30.পঞ্চাশ হাজার টাকা তো অনেক
টাকা
– Fifty thousand taka is a large sum.
( are নয়)
31.বারটার মধ্যে কাজ শেষ করবে
-You must finish your work by 12
o’clock.
( within নয় )
32.ভাত ও তরকারি আমাদের খাদ্য
– Rice and curry is our food.
( are নয়).”
আরও পড়ুনঃ-
কিছু অতি প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ
Identification parts of speech ইংরেজি পার্ট অব স্পিচ চেনার উপায়