প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪'(১৭ জেলা)
১। ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ধারাটির একাদশ পদ কত? ( ৬৬)
২। পরপর ২টি পূর্ণসংখা নির্ণয় কর যাদের বর্গের পার্থক্য হবে ৫৩। (২৬,২৭)
৩। খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯:৪। খোকনের আর্ন ৯০ টাকা হলে মন্টুর আর্ন কত? (৪০টাকা)
৪।(x-2)(x-3)<0 এর সমাধান সেট কত? (2<x)
৫। Please bring me a cup of tea- what kind of sentence is this? (Imperative)
৬।বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্থণকারী প্রতিষ্ঠানের নাম (SEC)
৭। যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুন বেশি ভার হয় তবে ৫০ঘন সে.মি কাচের ওজন । (১৭৫গ্রাম)
৮। ভবন নির্মানের সময় কি মেনে চলা বাধ্যতামূলক ? (বিল্ডিং কোড)
৯। জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত (বৈজ্ঞানিক)
১০। সে এমনভাবে কথা বলে মনে হয সব জানে (He talks as if he knew everything)
১১। কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?(রাঙামাটি)
১২। বাংলাভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে? (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )
১৩। কবুর ‘ শব্দের অর্থ – (করণীয়)
১৪। রয়টার্স কি? (সংবাদ সংস্থা)
১৫। কোনটি সন্ধিজান শব্দ ? (উন্মনা)
১৬। The book ‘Man and Superman ‘ is written by(Bernard Shaw)</x)
17. He Said, I have been working since sunrise .” Indirect (He Said that he had been working since sunrise.)
18.Who is the author of ‘India wins freedom. (Abul Kalam Azad)
১৯। ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০টাকা লাভ করে। যদি ক,খ ও গ এর মূলধনের অনুপাত ৩:৪:৮ হয় তবে ‘ক‘ এর লভাংশ কত? (২৪০টাকা)
২০। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ? (১জানু, ১৯৯৩)
২১। “অন্যের দোষ ধরা সহজ” –ইংরেজী হলো (It is easy to find fault with others)
২২। ফিফা প্রতিষ্ঠিত হয় ? (১৯০৪সালে)
২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ করছিল কোন দেশ? (জাপান)
২৪। উপসর্গের কাজ-(নতুন শব্দ গঠন করা)
২৫। এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০, ১৫ সারিতে সাজানো যায়। ঐ স্কুলে ন্যূনতম কতজন শিক্ষার্থী রয়েছে। (১২০)
২৬। বাগধারা কোথায় আলোচিত হয় ? (বাক্যতত্ত্বে)
২৭। এইচ, আই,ভি কি? (ভাইরাস)
২৮। দ্যুলোক শব্দের সন্ধি : (দিব্+ লোক)
২৯। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? (প্রশান্ত)
৩০। a+b=11 a-b=7 হলে ab = ? (-১৮)
৩১। অমর্ত্যসেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পান – (দুভিক্ষ ও দারিদ্র)
৩২। স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪গুন। ৪ বছর পরে ছেলের বয়স ১১। বর্তমানে স্বামীর বয়স কত? (৩৩)
৩৩। A person leaves his or her country to settle in another country (Emigrant)
৩৪। Fill in the blank. Frustration results — violence . (in)
৩৫। between —- — (you and me)
৩৬। Dot martrix is kind of (printer)
৩৭। Which one is correct form of ‘Who gave you this pen? (By Whom were you given this pen?)
৩৮। Which Pair contains words opposed to each other ? (Innocence, experience)
৩৯। Choose the correct sentence (Death is preferable to dishonour.)
৪০। Which one correct? (Committee)
৪১। Diamond cuts Diamonds (মানিকে মানিক চেনে।)
৪২। Proclaim means -(announce)
৪৩।choose the correct sentence. (The Police were informed of the matter)
৪৪। The Word ‘ reproduction is (noun)
৪৫। অঘ্য শব্দের অর্থ কি? (পূজার উপকরণ)
৪৬। আরব বসন্ত কি?(আরবের বিভিন্ন দেশে গণজাগরণ)
৪৭। জীবনতরী কি? (ভাসমান হাসপাতাল)
৪৮। প্রাণী জগতের উতপত্তি ও বংশসংক্রানন্ত বিদ্যাকে বলে (জেনেটিক্স)
৪৯। কোন বানানটি শুদ্ধ (মন্ত্রিপরিষদ)
৫০। ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা সমান হলে (ত্রিভুজটি সমদ্ধিবাহু)
৫১। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)
৫২। মুক্তিযুদ্ধের ৬নং সেক্টর কমান্ডার (বাশার)
৫৩। ঈষত পাংশুবর্ণ (কয়রা)
৫৪। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কত প্রেসিডেন্ট (৪৪)
৫৫। প্রকৃতি বলতে (শব্দ ও ধাতুর মূল)
৫৬। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় (লাহোরে)
৫৭। কোন গ্রহের তাপমাত্রা অধিক (শুক্র)
৫৮। গুণহীনে ত্যাগ কর (অপাদান কারক)
৫৯। গম্ভীর ধ্বনী –বাক্য সংকোচন (মন্দ্র)
৬০। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গ মিটার । এর পরিসীমা কত? (১৬০)
৬১. কোনটি ক্ষুদ্রতম (4/27)
৬২। ৬৫ডিগ্রি পূরক কোন (২৫)
৬৩।p^m বলতে কি বুঝায় ( m k p এর সূচক)
৬৪। He came off with flying colours (তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন)
৬৫। ভূষন্ডীর কাক (দীর্ঘকালের অভিজ্ঞ)
৬৬। মহা পৃথিবী কে লিখেছেন ( জীবননান্দ)
৬৭। নানান দেশের নানান ভাষা (রামনিধি গুপ্ত
৬৮। একটি ত্রিভূজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুন এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ডিগ্রি বড় হয তবে কোণটি কত ডিগ্রি (৯০)
৬৯। কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫%বাড়ে । বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল ? (৬০০০)
৭০। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি । কোন বাক্য (যোগিকf)
৭১। বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজ রেখাংশ বৃত্তের একটি (জ্যা)
৭২ ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০টাকা হলে সুদের হার কত? (১০%)
৭৩। আফতার শব্দের সমার্থক কোনটি? (অর্ক)
৭৪। choose the correct sentence He was hanged for murder
৭৫। f(x)=(x-1)2 হলে f(5) =? (16)
৭৬। “অক্টোপাস” উপন্যাসের রচয়িতা কে? (শামসুর রাহমান)
৭৭। he is better worker than I (adjective)
৭৮। Degree:temparature (Ounce:weight)
৭৯। ১৫ জনের একটি কাজের এক- তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে । কতদিনে ২০ জন লোক পুরো কাজ শেষ করতে পারবে?
(৪৫ দিন)
৮০। Antonym of Tedious: (Refreshing)
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "Answer of Pre- Primary Exam প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এমসিকিউ প্রশ্নোত্তর"