📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সিপিএ মার্কেটিং নিয়ে যতকথা

সিপিএ মার্কেটিং কি?
অনলাইনে আয়ের যতগুলো ওয়ে আছে, এর মধ্যে সিপিএ মার্কেটিং করে যত দ্রুত টাকা আয় করা যায় এতো কম সময়ে অন্য কোন কাজ করে আয় করা যায় কি না আমার জানা নেই ।

প্রথমত সিপিএ মার্কেটিং এ কোন বিনিয়োগ করতে হয় না । আপনাকে নির্দিষ্ট লিড এনে সাইটে দিতে হবে, আপনি এই লিডপ্রতি কমিশন পাবেন । মজার ব্যাপার হচ্ছে আপনি নির্দিষ্ট কোন লিমিট নিয়ে কাজ করবেন না, কত সময় কাজ করবেন পুরোটাই আপনার ইচ্ছে । কয়েকভাবে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করা যায় ।

 

কিভাবে শুরু করবেন? 
সবার প্রথমে আপনাকে একটা সিপিএ নেটওয়ার্ক সাইট থেকে এপ্রোভাল নিতে হবে । Los Pollos, CpaGrip, CpaLead, Adworkmedia, MyLead এসব নেটওয়ার্ক নতুনদের জন্য সহজে একাউন্ট এপ্রোভাল দেয় । Adverten সহ আরো কিছু প্রথম শ্রেণীর সিপিএ নেটওয়ার্ক রয়েছে কিন্তু এসব সাইটে একাউন্ট এপ্রোভাল পেতে আপনাকে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার স্ক্রিনশট দিতে হবে । একজন সিপিএ মার্কেটার যেসব ব্য্যাক্তিদের টার্গেট করে কাজ করে বা যাদের কাছে অফার প্রমোট করে তাদের টার্গেটেড পিপল বা ট্রাফিক বলা হয় ।

ধরুন আপনি একটা নেটওয়ার্কের এপ্রোভাল পেলেন । এবার আপনি ড্যাশবোর্ডে আসুন । পছন্দমতো একটি অফার বাছাই করুন । আপনি গেম নিয়ে কাজ করতে চাইলে গেম রিলেটেড অফার সিলেক্ট করুন । অফার সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন অফারের বিভিন্ন শর্ত । যেমন গেমিং এ শর্ত থাকতে পারে,

গেমটি ইন্সটল করাতে হবে ।
গেমে ট্রাফিকের সাইন আপ করাতে হবে ।
এবং ট্রাফিকের লোকেশন USA হতে হবে ।
এই তিনটি শর্ত মানা হলে আপনি লিড প্রতি ১০ ডলার পাবেন ।

আপনি ১০০ জনের কাছে অফার প্রমোট করলেন । তার মধ্যে ৩০ জন রেসপন্স করলো । ২০ জন আপনার দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করলো । এই ২০ জনের মধ্যে ৫ জন আমেরিকান এবং বাকি সবাই অন্য দেশের । তাহলে আপনি মোট কমিশন পাবেন ৫x১০ডলার মানে ৫০ ডলার ।

এছাড়াও প্রোডাক্ট সেলিং নিয়ে কাজ করতে পারবেন । পেইড এবং ফ্রি দুই ধরণের মেথড ব্যাবহার করে মার্কেটিং করা ভালো


সিপিএ মার্কেটিং এ মনে রাখা ভালোঃ

অ্যাডভারটাইজার/Advertiser কিঃ
– প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার প্রথম স্টেপ সিপিএ নেটওয়ার্ক । একজন অ্যাডভারটাইজার প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়ে থাকে । অ্যাডভাইজর হতে পারে কোন ব্যাক্তি, প্রতিষ্টান বা মার্চেন্ট ।

মার্কেটার/Marketer কি?
-মার্কেটার হচ্ছে সেই ব্যাক্তি যিনি বিভিন্ন সিপিএ অফার প্রমোট করে থাকেন । সহজ কথায় আমি বা আপনি যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করি ।

PPL- Pay-Per-Lead
-পে পার লিড বা প্রতিটা লিডের জন্য পেমেন্ট । সহজ ভাষায় আপনার ট্রাফিক সাইটের শর্ত যতবার বা যতজন পূরন করবেন প্রতিবারের জন্য আপনি কমিশন পাবেন ।

PPC- Pay-Per-Click
– নির্দিষ্ট লোকেশনের ট্রাফিক যতবার আপনার ওয়েবসাইট বা অন্য যেকোন মাধ্যমে সিপিএ নেটওয়ার্কের ব্যানারে যতবার ক্লিক করবে আপনি সেই অনুপাতে কমিশন পাবেন ।



কারা শিখবেন সিপিএ মার্কেটিংঃ

-কম্পিউটারের বেসিক জানেন এমন ব্যাক্তি
-ই-মেইল, গুগল সার্চ, মেসেজিং জানেন
-অন্তত ৩-৪ ঘন্টা সময় দিতে পারবেন
-অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে না দেয়া

 

Course Curriculum

1/Fundamental of Starting CPA Home Business
What is CPA
Top Essential Steps You need to follow in CPA Marketing
What is CPA offer and How We can Promote This
How To Find The Best CPA Networks In minute
The Best WordPress Themes For Your Business
The application Process-How To Get into Any CPA Network
Fundamental of starting your CPA Home Business

2/ Marketplace Account Create
What is Marketplace
How It Work
How To Create account
How to get CPA offer

3/Find the Best CPA Offers,you can promote
 What is Niche
 How To choose NICHE
 Best CPA offer you should promote
 Some simple way identify your best offer
 What is PPC,PPV,LP,Domain,Hosting,CPC,CPV in CPA Business

4/ Domain Hosting And Landing Pages In CPA Marketing
What is Domain,Hosting and Landing Page
How It works
How to purchase Domain Hosting
How to Make Landing Page

5/Marketing Method
Social Media Marketing
Video Marketing By Youtube

6/ Marketing Method
Mail Marketing
Forum Marketing

7/ Marketing Method
 Article Directories
 Paid marketing

8/How to Get Dollar from CPA Offer
 Marketplace account balance check
 Withdraw method
Payment Withdraw account open

   
   
August 1, 2021 | 3 years আগে

0 responses on "সিপিএ মার্কেটিং নিয়ে যতকথা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved