অটোক্যাড কি?
Autodesk কোম্পানীর তৈরী AutoCad একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার । বিল্ডিং ডিজাইন এবুং স্কেলিং এ অটোক্যাড এখনো অপ্রতিদ্বন্দ্বী । শুধুমাত্র এই একটা সফটওয়্যারে দক্ষতা অর্জন করে আপনিও আয় করতে পারেন ঘরে বসেই ।
অটোক্যাডে দক্ষ হওয়ার পরে কাজের ক্ষেত্রসমূহঃ
লোকাল ডিজাইন ফার্ম, আর্কিটেকচারাল কোম্পানীগুলোতে প্রচুর পরিমান চাহিদা থাকার পরেও আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন দেশের বাইরের ক্লায়েন্ট এর সাথে । আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইভার সহ টপ মার্কেটপ্লেসগুলো অটোক্যাড নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে । প্রচুর কাজ পোষ্ট হচ্ছে প্রতিনিয়ত এই সেক্টরে এবং বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার অনেক কম ।
সাধারণত ক্যাড নিয়ে কাজ করা ফ্রিল্যান্সাররা প্রজেক্ট হিসেবে কাজ করে থাকেন । প্রজেক্ট অনুপাতে ছোট প্রজেক্ট ৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত এবং বড় প্রজেক্ট হাজার ডলারের বা তার থেকে বেশী হতে পারে । ঘন্টাভিত্তিক কাজের ক্ষেত্রে ১৫ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত রেট হয়ে থাকে ।
কিভাবে শুরু করবেন?
চেষ্টা করুন এক্সপার্ট হয়ে এই ফিল্ডে আসতে । যদি আপনি ফ্লোর প্ল্যানে ভালো হন তাহলে ফ্লোর প্ল্যান এ এক্সপার্ট হয়ে নিন । প্রথমেই বড় প্রজেক্ট এর দিকে না গিয়ে Blueprint, PNG, jpg,Image, PDF, Hand Sketch, Section, Elevation, PDF থেকে Auto ACAD Dwg ড্রয়িং নিয়ে ফ্রিলান্সিং শুরু করতে পারেন।
2D তে দক্ষতা অর্জন করার পরে 3D এর দিকে যেতে পারেন । Maya এবং 3D Studio Max বহুল ব্যাবহৃত সফটওয়্যার থ্রিডি এর জন্য ।
এই সেক্টরে দক্ষতা অর্জন করে আপনিও আয় করার পথে একধাপ এগিয়ে আসতে পারেন ।
ই-শিখন আপনাকে এক্সপার্ট হতে যেভাবে সাহায্য করতে পারেঃ
-দক্ষ মেন্টরের অধীনে অটোক্যাড নিয়ে কোর্স করার সুযোগ পাবেন ।
-ক্লাসের ভিডিও পাবেন, সুতরাং ক্লাস মিস হলেও শেখা মিস হবে না ।
-অনলাইনে আপনার সুবিধামতো সময়ে শিখতে পারবেন ।
-ফ্রিল্যান্সিং ক্লাস নিবেন দক্ষ ফ্রিল্যান্সারগণ, সুতরাং স্কিল ব্যবহার করে আয় করতে পারবেন অনলাইন মার্কেটপ্লেস থেকে ।
-কোর্স শেষেও ফলো আপে থাকবেন, সুতরাং রয়েছে সর্বোচ্চ সাপোর্ট এর নিশ্চয়তা ।
অটোক্যাড নিয়ে ই-শিখনের কোর্স কারিকুলাম :
Introduction to AutoACAD
Ribbon, Workspace, Help and Command search
Specifying drawing units
Pan and Zoom tools
Creating Drawings
Line command
Circle command
Rectangle Command
Polygon Command
Modifying and Manipulating Drawings
Making Selection Sets
Move and Copy commands
Rotate and Scale
Offset and Mirror Command
Trim and Extend Command
Fillet and Chamfer Commands
Rectangular Array
Polar Array
Drawing Tools
Understanding Co-Ordinate system
Polar and Ortho mode
Dynamic Input
Object Snap
Object Snap Tracking
Creating Hatches
Dimensioning and Text
Creating Dimensions
Creating Dimension Style
Creating Multileader
Creating Text Style
Creating Single Line Text
Creating Multiline Text
Creating layers and assigning objects
Using Layer Property Manager
Editing Object Properties
Creating and Inserting Blocks
Attaching External References
Preparing Layout and Plotting
Preparing Layout and adding Title Block
Plotting Drawing
Introduction to 3D solid modeling
Understanding and navigating in 3D workspace
Using view control and view cube
Extrude command
Presspull command
Revolve command
Sweep command
Editing and visualizing solids
Boolean Operations
Fillet and chamfer edge
Extrude, Taper and Move Face
3D array command
Understanding User co-ordinate system
Creating 2D layout views from 3D drawing
Surface Modeling
Making surface using extrude, revolve, sweep and loft
Patch and Fillet tool
Offset and surface blend tool
Model Making
Fiverr
Intruduction about fiverr
Fiverr account creation
Fiverr Profile Setup
Fiverr gig creation
Fiverr rules regulation
Fiverr order sale
Order complete and delivery system to client
Fiverr Earning Tips
Other Marketplace
Upwork and freelancer.com
Introduction
Choosing Your Specialty
Signing Up
Title and Skill tags that will make your profile pop
Designing Your Overview
Building your Portfolio
Your Profile Intro VIdeo
Completing your Profile
Choose your project and Client
Client is good or bad?
Cover letter or PM
The Perfect Proposal
Interviewing
Live project 1
Live project 2
Attracting your first client
Time Tracking
Getting Paid