📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

গুগল নিয়ে মজার ১০ তথ্য

ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই গুগলের সঙ্গে পরিচিত। সার্চ, মেইল, বিজ্ঞাপন, ক্লাউডসহ নানা ধরনের সেবা দিচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউ শহরে অবস্থিত গুগলের কার্যালয়। মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠা করেন।

গুগল একসঙ্গে এত বিষয় নিয়ে কাজ করে যে সবকিছুর হিসাব রাখাই কঠিন। সম্প্রতি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কোরাতে প্রশ্ন করা হয়, গুগলের সবচেয়ে কৌতূহলোদ্দীপক কাজগুলো কী?
কোরা ব্যবহারকারীরা এই প্রশ্নের মজার মজার উত্তর দিয়েছেন। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এর মধ্যে আকর্ষণীয় ১০টি বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১. গুগলে যখন কোনো বিষয় সার্চ দেওয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই। কিন্তু মজার বিষয় এই ফল দেখানোর আগে গুগল কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তাহলেই তা প্রদর্শন করে।
২. গুগল ও গুগলের নামের আশপাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তারও মালিক গুগল। যেমন গুওগল ডটকম, গগল ডটকম, গুগলার ডটকম প্রভৃতি। গুগল এমনকি ৪৬৬৪৫৩ ডোমেইনটিও নিয়ে রেখেছে।
৩. গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়।
৪. বিশ্বে লাখ লাখ মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে সক্ষম এমন কিছু ‘আজব’ প্রকল্প নিয়ে মাঠে নামে গুগল। যেমন গুগলের ‘লুন’ নামের একটি প্রকল্প। ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় বেলুনের সাহায্যে ইন্টারনেট সম্প্রসারণের একটি প্রকল্প। এ ছাড়া ক্ষুদ্রজনগোষ্ঠীর কাজে লাগে এমন প্রকল্প নিয়েও কাজ করতে দেখা যায় গুগলকে। যেমন ২০১২ সালে জি- মেইলে শেরকি ভাষা সুবিধা যুক্ত করে গুগল।
৫. ল্যারি পেজ ও সের্গেই ব্রিন মিলে ১৯৯৮ সালের আগস্ট মাসেপ্রথম ডুডল তৈরি করেন। ‘তাঁরা অফিসের বাইরে আছেন এবং এ সময় কারিগরি কোনো ত্রুটির সমাধান করা যাবে না’—এই বার্তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য প্রথম ডুডলটি তৈরি হয়।
৬. গুগলের সার্চ ইনডেক্সের আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি। কেউ যদি ব্যক্তিগতভাবে এই তথ্য জমা রাখতে চান, তবে তাঁর এক টেরাবাইট আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।
৭. গুগল একমাত্র প্রতিষ্ঠান যে তার সার্চপেজে যত দ্রুত সম্ভব ফল প্রদর্শন করে ইন্টারনেট ব্যবহারকারীকে কম সময় ধরে রাখতে চায়।
৮. স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ৫০ লাখ মাইল রাস্তার ছবি তুলেছে।
৯. শুধু এ বছর গুগল ২৪টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। অর্থাত্ প্রতি মাসে গড়ে তিনটি প্রতিষ্ঠান কিনেছে গুগল।
১০. গুগলের ভিডিও সেবা ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয় । অর্থাত্ যেটি বিশ্বের প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার মতো।
   
   

0 responses on "গুগল নিয়ে মজার ১০ তথ্য"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved