অফলাইন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সাথে যুক্ত হচ্ছি আমরা

সকল এজেন্ট দেখুন

এজেন্টের আবেদন করুন

আমরা এবার সারা দেশের অফলাইন প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ডিজিটাল করার মাধ্যমে তাদের সাথে যুক্ত হচ্ছি। এতে দেশের প্রতিটি জেলার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো ইশিখন.কম এর কোর্সগুলো পরিচালনার সুযোগ পাবেন। প্রশিক্ষণ কেন্দ্রগুলো এজন্য ইশিখন এর নির্ধারণ করা ফি শিক্ষার্থীদের কাছ থেকে নিবেন। উক্ত ফি থেকে ইশিখন.কম কোন লাভ কিংবা খরচ নিবে না। শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ফি জমা দিয়ে তথা ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ পাবেন। আর অনলাইনে শিক্ষার্থীরা ইশিখন.কম এর শিক্ষকদের কাছে শিখবেন। অর্থাৎ যেসকল শিক্ষার্থীর কম্পিউটার নেই কিংবা ইন্টারনেট সংযোগ নেই, তাঁরা আমাদের প্রতিনিধি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ক্লাস করার সুযোগ পাবেন। আমাদের ইশিখন.কম শিক্ষক ঢাকার কর্পোরেট অফিস থেকে ক্লাস নিবেন আর শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে বসে অনলাইনে ক্লাস করবেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য জনপ্রিয় কোর্সগুলো শিক্ষকের অভাবে করতে পারছেন না। তারা সহজেই ইশিখনের মাধ্যমে দেশের স্বনামধন্য দক্ষ ও পেশাদার শিক্ষকের আওতায় এই কোর্স করার সুযোগ পাবেন।প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে ইশিখন এর শিক্ষার্থীরা টেকনিক্যাল সাপোর্টসহ উক্ত প্রতিষ্ঠানে এসে কোর্সে অংশ নিতে সক্ষম হবেন। এতে পুরো কোর্সটি ইশিখন.কম এর কর্পোরেট কেন্দ্র থেকে পরিচালিত হবে। আর শিক্ষার্থীরা চাইলে ঘরে বসে অনলাইনে কিংবা উক্ত কেন্দ্রে এসে ক্লাসে অংশ নিতে পারবেন। এজন্যে উক্ত কেন্দ্রগুলোতে ইন্টারনেট এবং কম্পিউটার সংযুক্ত ল্যাব থাকতে হবে। যেসকল শিক্ষার্থীর কম্পিউটার নেই কিংবা ইন্টারনেট সংযোগ নেই, উনারা উক্ত কেন্দ্রে এসে লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন।

প্রতিটি ক্লাস শিক্ষকগণ ঢাকার মুল কেন্দ্র থেকে নিবেন আর শিক্ষার্থীগণ নিজ নিজ জেলার কেন্দ্রগুলোতে গিয়ে কম্পিউটারের মাধ্যমে শিখতে পারবেন। পুরো ক্লাস অনলাইন/ইন্টারনেটে ভিডিও/স্ক্রিনশেয়ারিং এর মাধ্যমে হবে। শিক্ষক যখন ক্লাস নিবেন তখন, আপনি কম্পিউটারে শিক্ষকের কম্পিউটার স্ক্রিন দেখবেন, সাথে সাথে শিক্ষক তার কম্পিউটারে কি করছেন, তা দেখতে এবং শুনতে পাবেন এবং ‍মুখে যেকোন প্রশ্ন কিংবা চ্যাটও করতে পারবেন। শিক্ষার্থীরা কেন্দ্রগুলো ছাড়াও বাসায় বসেও একই ক্লাস অনলাইনে করতে পারবেন। এছাড়াও প্রতিটি কেন্দ্র থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে সহায়তা, উক্ত কোর্সের উপর জবের জন্য সহায়তা পাবেন।

আমাদের কোর্স সমুহ:

Development

  • Web Development
  • Web Design
  • Android App Development
  • Flutter Android & IOS App Dev.
  • WPT Theme Development
  • Laravel
  • Complete Python Programming
  • Complete Java

Design & Creative

  • Graphic Design
  • T-SHIRT DESIGN COURSE
  • Learn Logo Design with Professional Designer
  • UI/UX Design
  • Video Editing
  • Motion Graphic
  • 3D Studio Max and VFX
  • AutoCad 2D and 3D

Marketing & Growth

  • Complete Digital Marketing
  • Advance SEO (Search Engine Opt.)
  • CPA Marketing
  • Affiliate Marketing
  • Social Media Marketing
  • YouTube Marketing
  • Ecommerce Business Development(With website building)

Networking & Security

  • Ethical Hacking
  • CCNA
  • MikroTik

Office & Productivity

  • Data Entry
  • Computer+IT Specialist for Office work

Language & Soft Skills

  • IELTS
  • Spoken English
  • Freelancing Masterclass for Skilled People

একেবারে প্রত্যন্ত অঞ্চলের যারা ক্লাসে অংশ নিতে সক্ষম হবেন না, তাদের জন্য আছে ইশিখন এর লাইভ ক্লাস সমূহের ভিডিও কোর্স ও ডিভিডি ডাউনলোড লিংক। ইশিখন.কম এর ওয়েবসাইট থেকে যেকেউ এই ভিডিও কোর্স ও ডিভিডি ডাউনলোড লিংক অর্ডার করতে পারবেন।

২০১৫ সাল থেকে সফলতার সাথে ইশিখন.কম অনলাইনে দেশব্যাপী কম্পিউটার, তথ্য-প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের উপর প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে দেশে সর্ববৃহৎ এ প্রতিষ্ঠানে ৪০ টির উপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস চলমান। ৪০,০০০ এর অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে কোর্স নিয়েছেন।


প্রতিনিধিদের বিশেষ সুবিধা সমুহ

  • প্রতি বছর ২ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ।
  • এজেন্ট হতে কিংবা এজেন্ট রেফেরেন্স এ ভর্তি হলে অথবা ভিডিও কোর্স ও ডিভিডি ডাউনলোড লিংক অর্ডার করলে প্রতি স্টুডেন্ট ভর্তিতে অতিরিক্ত ১০%-২০% কমিশন প্রাপ্তি।
  • শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারের ল্যাব রুম ব্যবহার করে অনলাইন লাইভ কোর্স করলে এজেন্ট ফি প্রদান করবে।এক্ষেত্রে এজেন্ট ফি সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না।
  • প্রতিটি এজেন্টকে প্রতি বছর ইশিখনের পক্ষ থেকে লিফলেট, ব্যানার, স্টিকার, পিভিসি ব্যানার, ব্যাগ সরবরাহসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান।
  • নিজের প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচার ও প্রসার।
  • আমাদের অন্যান্য সেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সফটওয়্যার সহ যেকোন আইটি সার্ভিসে বিশেষ সুবিধা ও ডিস্কাউন্ট।
  • প্রতি বছর বেস্ট পারফর্মকারি প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সুবিধা।
  • উক্ত জেলায় প্রতিনিধি প্রতিষ্ঠানসমুহের বিশেষ বিশেষ ক্যাম্পেইন ও অনলাইন / ফেসবুক প্রমোশন/বুস্ট।

প্রতিনিধিদের শর্তাবলি

প্রতিটি জেলায় বিদ্যমান স্বনামধন্য কম্পিউটার ট্রেইনিং প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব দেওয়া হবে। এজন্য প্রথমত সততা, সময়ানুবর্তিতা ও পেশাদারিত্ব থাকা আবশ্যক। শিক্ষার্থীদের সাথে ভাল ও ভদ্র আচরণ। যথাযথ টেকনিক্যাল সাপোর্ট অতি জরুরী।

  • প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযুক্ত সর্বনিম্ন ১টি ল্যাব থাকতে হবে।
  • প্রতিটি ল্যাবে কমপক্ষে ১০টি করে পর্যাপ্ত স্পিডের ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকতে হবে।
  • সর্বনিম্ন ২ জন ল্যাব সহকারি থাকতে হবে। লোড শেডিং এর পরিমাণ বেশি হলে জেনারেটর ব্যবস্থা থাকতে হবে।
  • ল্যাব নিরিবিলি তথা শব্দ দুষণমুক্ত এবং পর্যাপ্ত আলো বাতাস বা শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে। প্রতিটি বিভাগীয় শহর, জেলায় কিংবা উপজেলার সহজে যাতায়াত ব্যবস্থা থাকা এবং শহরের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে।
  • ইশিখনের নির্ধারিত ফি এর বাইরে কেউ শিক্ষার্থীদের কাছে এক্সট্রা টাকা দাবি করতে পারবে না। এমন কোন অভিযোগ প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানের এজেন্টশীপ বাতিল করা হবে।

প্রচারণা, বিজ্ঞাপন ইত্যাদি ইশিখন.কম দেশব্যাপী ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পরিচালনা করবে। এছাড়া প্রতি ৪ মাস পরে সেশন শুরু হওয়ার সময় প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় লিফলেট, ব্যানার ইত্যাদি পাঠাবে। প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নিবেন, তা পুরোটাই প্রতিনিধিদের। ইশিখন শুধুমাত্র আমাদের কোর্সের অনলাইন ফি নিবেন।

কেন ইশিখন.কম ই সেরা?

২০১২ সাল থেকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ট্রেনিং শুরু করে ইশিখন (ইনফোনেট নামে, বিস্তারিত: ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবরের ২০১৪ সালের টিভি ইন্টারভিউ) । শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সাথে মিল রেখে ২০১৫ সালে ইশিখন নামে আত্মপ্রকাশ ঘটে। বিগত ৮ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৪০,০০০+ (চল্লিশ হাজার) শিক্ষার্থী। তাদের মধ্যে বর্তমানে ২৫,০০০+ (পঁচিশ হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও সফটওয়্যার কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অনেকেই ইশিখনে জব করছেন। অফলাইনের চেয়েও সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষককে প্রশ্ন করার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় বর্তমানে অফলাইন বাদ দিয়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আগ্রহী। অনলাইনে শিক্ষার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হন, ইশিখন.কম সেক্ষেত্রে দ্রুত সবার বিশ্বস্ততা অর্জন করেছে, তার প্রধান কারণ, আমাদের দেশের সেরা এবং প্রফেশনাল সব শিক্ষক, রয়েছে শিক্ষার্থীদের সবসময় সাপোর্ট এর জন্য কর্পোরেট কল সেন্টার (096 39 399 399)।

  • ৪০,০০০+ শিক্ষার্থী
  • দক্ষ, পেশাদার ও শিক্ষক
  • অনলাইন, মোবাইল সাপোর্ট।
  • গতানুগতিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকেও দ্রুত, সহজে এবং ঘরে বসেই শেখার সুযোগ।
  • সন্ধ্যা ও রাত্রিকালীন ঘরে বসেই কোর্সে অংশ নেওয়ার সুযোগ
  • ক্লাস মিস করলে উক্ত ক্লাসের রেকর্ডিং পাওয়া, এসাইনমেন্ট, মডেল টেস্ট, প্রাকটিজ ফাইল ইত্যাদি।
উল্লেখ্য প্রতিটি সেশনে ইশিখনের প্রায় ৬০০০ থেকে ৮০০০ শিক্ষার্থী সারাদেশ থেকে অংশ নেন।

এজেন্ট হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

Pin Icon ঠিকানা/যোগাযোগ:

151/7, Goodluck Center (4th Floor), Panthapath Signal, Green Road, Dhaka-1205

অফিস ভিজিট সময়: সকাল ১০টা – রাত ৮টা (বুধবার-সোমবার)

সাপ্তাহিক ছুটি মঙ্গলবার

+8809639399399 / 01705 776939 / 01842 858258

(সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত)

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline