ইশিখন স্টার টেক গিফ্ট ভাউচার

স্টার টেক অনলাইন শপ অথবা যেকোন আউটলেট থেকে পছন্দের ডেস্কটপ বিল্ড করে উপহার হিসেবে যারা ইশিখন গিফ্ট ভাউচার জিতে নিয়েছেন তাদেরকে ইশিখনে পক্ষ থেকে অভিনন্দন ! ইশিখনের যেকোন অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি হতে আপনি এই গিফ্ট ভাউচার ব্যবহার করতে পারবেন। ইশিখন দিচ্ছে যুগপোযোগী ৩০+ আইটি এবং ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ। কোর্স সম্পর্কে বিস্তারিত দেখুন: www.eshikhon.com/pro-offer

যেভাবে ডিসকাউন্ট পাবেন:

* প্রথমে ভাউচার কার্ড এবং স্টার টেক এর ইনভয়েস এর ছবি তুলে [email protected] ইমেইলে কিংবা 01948858258 Whatsapp এ পাঠান।
* আপনার ভাউচার ও ইনভয়েস ঠিক থাকলে উক্ত মেইল কিংবা Whatsapp এ একটি ওয়ানটাইম কুপন দেওয়া হবে।
* এরপর www.eshikhon.com/pro-offer থেকে পছন্দের কোর্সে ইনরোল করুন।
* পরের পেইজে মাঝামাঝি বামপাশে Coupon code এর ঘরে আপনার কুপনটি বসিয়ে “Apply coupon” বাটনে ক্লিক করলে আপনার কাঙিক্ষত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
* এরপর “Proceed to Checkout” বাটনে ক্লিক করুন। আপনার নাম, ফোন নং সহ বিস্তারিত লিখে নিচের দিকে “Place Order” বাটনে ক্লিক করলে মোবাইলে রেজিস্ট্রেশন সম্পন্নের মেসেজ পাবেন এবং কোর্স ফি পাঠানোর নিয়ম পাবেন। কোর্স ফি পাঠানোর সাথে সাথে আপনার কোর্সে ভর্তি নিশ্চিত হবে।

বিঃ দ্রঃ একজন একটি ভাউচার সর্বনিম্ন ২৯৯০ টকার উপর যেকোন একটি কোর্সে একবার এপ্লাই করার সুযোগ পাবেন।

 

         


স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline