সু-প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
পবিত্র ঈদ-উল-আযহার ছুটির পরে আজ ২৬ জুলাই ২০২১ থেকে ই-শিখন এর অফিস কার্যক্রম শুরু হয়েছে । একইসাথে আমাদের হেল্পলাইন, ফোন ও মেসেজ, কমেন্ট, ই-মেইল সাপোর্ট ওপেন করা হয়েছে । আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের সাপোর্ট এ যোগাযোগ করতে পারেন । করোনা ভাইরাস থেকে নিরাপদে ঘরে বসে স্কিল অর্জন করতে অনলাইনে শিখুন, ই-শিখনের সাথেই শিখুন ।