হিসাব চক্র
বিষয়াবলী:
হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কারযপ্রক্রিয়াকে বুঝায়। হিসাব্বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে প্রতিষ্ঠানের কারযাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই অনিরদিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কারযাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কারযাবলীর এই পরযায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে।
-
- কার্যবিবরনী প্রস্তুতকরণ
- বিপরীত দাখিলা দেয়া
- ভুল সংশোধনী দাখিলা দেয়া
-
- লেনদেন বিশ্লেষণ
- জ়াবেদা দাখিলা প্রদান
- জ়াবেদার তথ্য সমূহ খতিয়ানে স্থানান্তর
হিসাববিজ্ঞান সকল অধ্যায় দেখতে এখানে যান
0 responses on "হিসাব চক্র"