সিপিএ (CPA) মার্কেটিং কি?

সিপিএ (CPA) এর ফুল মিনিং Cost Per Action. অনেকেই CPA মার্কেটিং করতে পচ্ছন্দ করেন কারন, সিপিএ মার্কেটিং এ আপনার এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না।সহজভাবে ধরুন কোন কিছু ডাউনলোড, শেয়ার, কোন সাইটেরেজিস্ট্রেশান ইত্যাদি। এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিষ্টেশন করে তাহলে  প্রতিটি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট করা হবে। ধরুন USA কোন ব্যাংক কম্পানী তাদের ব্যাংক লোন এর জন্য কাষ্টমার খুজছে, এখন আমার কাজ হল কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আমার এফিলিয়েট লিংক এ । এখানে কাষ্টমার রেজিস্টার কারার পর পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আমি আমার কমিশন পাব।কিন্তু এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হবে ততক্ষন আপনি কমিশন পাবেন না।সহজ কথায়, আমার কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য আপনি কাস্টমার নিয়ে আসবেন। আপনার মাধ্যমে যতজন কাস্টমার আমি পাবো তার বিনিময়ে আপনাকে কমিশন দেওয়া হবে। সে কাস্টমার প্রোডাক্ট না কিনলেও আপনাকে কমিশন দেওয়া হবে।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আরো দেখুন: সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রোমট করবেন?

 সিপিএ মার্কেটিং মূলত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে-

  • ভিজিটরদের মেইল প্রবেশ বা শুধু জিপ কোড প্রদান
  • টুলবার, সফটওয়্যার বা গেইম ডাউনলোড
  • সাইটে সাইন আপ
  • অনলাইন কোনো গেইমের অ্যাকাউন্ট তৈরি
  • নিউজলেটার সাইন আপ ইত্যাদি।

আরো দেখুন: নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

সিপিএ মার্কেটিং এর আওতায় কি কি হতে পারে?

  • অ্যাফিলিয়েট মার্কেটিং / পে পার সেল (PPS / CPS)
  • পে পার লিড (PPL)
  • পে পার ডাউনলোড (PPD)
  • রেভিনিউ শেয়ার (Rev. Share)
  • আরো অনেক কিছুই হতে পারে।

আরো দেখুন: সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

অ্যাকশন বলতে কি বোঝায় ?

  • কোনো অফার কেনা
  • গেম অথবা কোনকিছু ডাউনলোড করা
  • কোন সাইটে সাইন আপ করা
  • অনলাইনে কোন গেইম এর জন্য অ্যাকাউন্ট খোলা
  • গেইম ডাউনলোড করা
  • ইমেইল আইডি দেয়া
  • সাবস্ক্রাইব করা
  • এমনকি কোন সাইটে নিজের পোস্ট কোড দেয়াও এক একটা অ্যাকশন।

আরো দেখুন: সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

সিপিএ মার্কেটাররা কিছু সেল না করেই টাকা পায় কিভাবে?

আপনি যখন প্রথম সিপিএ মার্কেটিং শিখবেন, তখন অবশ্যই আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে, কাস্টমার যদি কোনো কিছু না কিনে থাকে, তাহলে সিপিএ মার্কেটারদের  পেইড করা হয় কেনো?

কোনো কিছু বিক্রি করার জন্য মূলত সিপিএ মার্কেটারদের পেইড করা হয় না।তাদের পেইড করা হয় অ্যাডভার্টাইজমেন্টের  জন্য। এখানে সিপিএ মার্কেটাররা তাদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নতুন নতুন কাস্টমারকে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে নিয়ে যায়। আর যে কোনো বিজনেসের ক্ষেত্রেই নতুন কাস্টমারদের প্রয়োজন হয়।

নতুন কাস্টমারদের কোনো ওয়েবসাইটে ভিজিট করানোর মানে হল কাস্টমার ওয়েবসাইট সম্পর্কে জানল এবং  ভবিষ্যতে তারা এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকবেন। সিপিএ মার্কেটাররা ভবিষ্যতের জন্য সম্ভাব্য ক্রেতাদের কানেক্ট করেন। আর এইজন্যই সিপিএ মার্কেটারদের পেইড করা হয়।

কাদের জন্য CPA মার্কেটিং-

  • ইন্টারনেট সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান রয়েছে
  • যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক
  • যিনি কম্পিউটারে  ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন
  • ধৈর্যশীল হয়ে যে কাজ করতে জানে
  • যারা অল্পতেই হতাশ হয় না।

আরো দেখুন: সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

কোথায় শিখবেন সিপিএ(CPA) মার্কেটিং-

বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না।  এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত  অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।

সিপিএ(CPA) মার্কেটিং এর বিশেষ সুবিধা-

  • লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
  • লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
  • প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি
  • প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
  • প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
  • এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
  • কোর্স শেষে সার্টিফিকেট
  • লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।

আরো দেখুন: সিপিএ মার্কেটিং শিখুন

সিপিএ(CPA) মার্কেটিং এ কি কি শেখানো হবে-

  • সিপিএ মার্কেটিং করে কিভাবে আয় করবেন।
  • কিভাবে সেরা সিপিএ নেটওয়ার্ক খুঁজে পাবেন।
  • প্রচার করার জন্য সবচেয়ে লাভজনক সিপিএ অফার পছন্দ কর।
  • সর্বোত্তম সিপিএ নেটওয়ার্কগুলিতে গ্রহণযোগ্য টিপস
  •  অনলাইনে সফল হতে হলে আপনার মানসিক প্রস্তুতি
  • আপনি একটি এক্সক্লুসিভ সিপিএ অফার দেখাবেন কিভাবে?

আরো দেখুন: সিপিএ (CPA) মার্কেটিং কি?

সিপিএ(CPA) মার্কেটিং কোর্স  শেষ করার পর আয় করবেন কিভাবে-

এই কোর্সটি শেষে আপনি ঘরে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।সিপিএ মার্কেটিং আপনাকে পেমেন্ট করে থাকবে আপনি কিভাবে পরিচালনা করছেন তার উপর। তবে সাধারণত প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা দিয়ে থাকে। অর্ডারের উপর ভিত্তি করে আপনি ১ ডলার থেকে ৬ ডলার পর্যন্ত আশা করতে পারেন।

 

 

 

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline