
২০১৮ সালের একাদশ শ্রেণিতে বা কলেজে ভর্তি আগামী ১৩ মে থেকে শুরু হবে।
- দেশের ১১ টি শিক্ষাবোর্ড যথা Barisal Board(বরিশাল বোর্ড),Chittagong Board(চট্রগ্রাম বোর্ড),Comilla Board(কুমিল্লা বোর্ড),Dhaka Board(ঢাকা বোর্ড),Dinajpur Board(দিনাজপুর বোর্ড),Jessore Board(যশোর বোর্ড),Rajshahi Board(রাজশাহী বোর্ড),Sylhet Board(সিলেট বোর্ড),Madrasah Board(মাদ্রাসা বোর্ড),Technical Board(কারিগরি বোর্ড),DIBS(Dhaka) Board(ঢাকা শিক্ষাবোর্ড)-এ একযোগে এ ভর্তি শুরু হবে। বিগত বছরগুলোর মতই আসন ও নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ইশিখন জানতে পারে। যদি এর কোন পরিবর্তন হয়, তবে ইশিখন এ সেটা জানিয়ে দেওয়া হবে।
কিভাবে একাদশ শ্রেনীতে ভর্তি হবেন তাঁর বিস্তারিত জানতে পারবেন এখানে
উল্লেখ্য, এবার এ পরীক্ষায় ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। গত ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।
এবার ১০ বোর্ডের অধীনে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। অকৃতকার্য হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৭০জন। জিপিএ-৫ প্রাপ্ত এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থীর মধ্যে ছেলে ৫৫ হাজার ৭০১ জন ও মেয়ে ৫৪ হাজার ৯২৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ২২ হাজার ৩২০ জন। পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। ছাত্রী ছিল ১০ লাখ চার হাজার ২৫৪ জন। পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন। উল্লেখ্য গত বছর (২০১৭ সালে) এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
../২০১৭-১৮-শিক্ষাবর্ষে-একাদ-2
../একাদশ-শ্রেণিতে-ভর্তির-ফল-3/3092721
../২০১৭-সালে-একাদশ-শ্রেণীতে-sms