
এসএসসিতে অকৃতকার্য ১০ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা।
পটুয়াখালীর বাউফলে এসএসসিতে অকৃতকার্য ১০ শিক্ষার্থী কীটনাশক ও ঘুমের ওষুধ সেবন করে আত্মহননের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় অন্যদের। সোমবার(৭ মে) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার দাসপাড়া, নওমালা, আদাবাড়িয়া ও কনকদিয়া গ্রামে পৃথকভাবে আত্মহননের চেষ্টার ঘটনা ঘটে।
এ ব্যাপারে কোন কিছু জানাতে রাজি হননি আত্মহননের চেষ্টা চালানো শিক্ষার্থী কিংবা আত্মীয়-স্বজনদের কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদরের এক স্কুল শিক্ষক জানান, এই প্রথম সবগুলো পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকায় উপজেলার অধিকাংশ স্কুল-মাদ্রাসায় আগের তুলনায় এ বছর এসএসসি ও দাখিলের ফলাফল খারাপ হয়েছে। তবে নকল প্রবনতা কমে যাওয়ায় মেধাবীরাই ভালো ফলাফল করেছে।
আরো পড়ুন: