
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সঠিকভাবে কাজ না করায় অনলাইনে ২০১৮ খ্রিস্টাব্দের অনুষ্ঠিতব্য জেএসসি এবং ২০১৯ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের নাম নিবন্ধন বন্ধ রয়েছে।
ওয়েবসাইট সঠিকভাবে কাজ না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। বোর্ড থেকে নাম নিবন্ধনের নিদিষ্ট সময় বেঁধে দেয়া হয় ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। কিন্তু সময় বাড়ানোর ব্যাপারে এখনও কোন নোটিস দেয়া হয়নি। এর মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বার বার সার্ভারে প্রবেশে করার চেষ্টা করে ব্যর্থ হন। এই বিষয়ে ভুক্তবোগী কয়েকজন প্রধান শিক্ষক জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে ফোন করলেও কেউ ফোন ধরেন না।
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র রুদ্র জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। নাম নিবন্ধনের সময় বাড়ানো হবে।