বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির পরীক্ষার আবেদন শুরু ২২ এপ্রিল

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির পরীক্ষার আবেদন শুরু ২২ এপ্রিল থেকে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সিনিয়র স্কেলে পদোন্নতির জন্য আগামী ২২ এপ্রিল থেকে অনলাইনে আবেদন নেবে পিএসসি। আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে পদোন্নতির এ আবেদন গ্রহণ করবে। আগস্টে পদোন্নতির এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের আদেশে বলা হয়, অনলাইনে আবেদনের পর পিএসসির (পদন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা,২০১৭ অনুযায়ী আবেদনের সফট কপির হার্ড কপি মে মাসের ২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি সচিবের কাছে জমা দিতে হবে।

পদোন্নতির এ পরীক্ষায় অংশ নেয়ার শর্তাবলীতে বলা হয়েছে, কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ক্যাডার পদে চাকরির মেয়াদ চলতি বছরের আগস্টে ন্যূনতম ৪ বছর পূর্ণ হতে হবে। এবং চাকরি স্থায়ী হতে হবে। একজন কর্মকর্তা একসঙ্গে তিনটি অথবা কম সংখ্যক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ক্যাডার পদে চাকরির মেয়াদ এ বছরের আগস্টে ১৪ বছর পূর্ণ হওয়ার পর অথবা প্রার্থীর নিজ বয়স ৫০ বছর পূর্ণ হবার পর কোন কর্মকর্তা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক কর

 

 

আরো পড়ুন:

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য হেল্প লাইন চালু

৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে

৭২ শতাংশই মেধা তালিকায় নিয়োগ হচ্ছে বিসিএসে

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline