
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আরবি বিশ্ববিদ্যালয়ের।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পাস ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ করা হয়েছে।ফাজিল পাস ১ম বর্ষ পরীক্ষায় ৪৩ হাজার ২৮৪ জন এবং ২য় বর্ষ ৩৩ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হয় ১ম বর্ষ ৩৯ দশমিক ৭৫১ জন এবং ২য় বর্ষ ৩১ দশমিক ৮৩২ জন। শতকরা পাসের হার ১ম বর্ষ ৯১ দশমিক ৮৪ শতাংশ ও ২য় বর্ষ ৯৪ দশমিক ৫০ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iau.edu.bd এ পাওয়া যাবে। ফাজিল ১ম বর্ষ পরীক্ষা গত ১৩ ডিসেম্বর, ২০১৭ইং শুরু হয়ে ০৮ জানুয়ারী, ২০১৮ইং শেষ হয় এবং ফাজিল ২য় বর্ষ পরীক্ষা গত ১৭ ডিসেম্বর, ২০১৭ইং শুরু হয়ে ১৭ জানুয়ারী, ২০১৮ইং শেষ হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতা মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য আহ্বান জানান। অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করায় সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কোনো সেশনজট থাকবে না। স্বল্প সময়ের মধ্যে যাতে পরীক্ষার ফলাফল প্রকাশ পায় সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন।
পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস.এম এহসান কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রোশন খান, পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: রেজাউল করিম, পরিচালক (অর্থ ও হিসাব) সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপ-রেজিস্ট্রার ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার, ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: জিয়াউর রহমান। এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: