
১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের নির্দেশ জারি করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে।
আগামী ১৭ এপ্রিল সব স্কুল,কলেজ এবং মাদ্রাসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার (১০ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে। অধিদপ্তর থেকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনার কপি পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে (যেখানে সম্ভব) ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখাতে হবে।