
প্রশ্নপত্র ফাঁসকারীরা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, তারা দেশের শত্রু, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।
প্রশ্নপত্র ফাঁসকারীরা দেশের শত্রু, তারা অমানুষ, দেশের ভবিষ্যত ধ্বংস করতে কিছু অসাধু শিক্ষক প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে পড়ছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবেন বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি গতকাল বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ-শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সোলতান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, শিক্ষা কর্মকর্তা কে.এম মোস্তাক আহমদ, মডেল সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ, যুব লীগের সভাপতি তাজুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্যামল দাশ ও অভিভাবক রেজিয়া সোলতানা রুজী বলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমের সংকটের কথা। চাম্বলের চায়মা দাশ বলেন, বিশুদ্ধ পানির অভাব রয়েছে তাদের বিদ্যালয়ে।
অনুষ্ঠানে মা সমাবেশে প্রায় ২০টি বিদ্যালয়ের অভিভাকদের সাথে আলোচনা করেন মন্ত্রী এবং সাগর উপকূলীয় বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ বিভিন্ন বিদ্যালয়ের সমস্যার সমাধানের উদ্যোগ নিবেন বলে বিদ্যালয় অভিভাবক ও শিক্ষকদের আশ্বস্ত করেন।
আরো পড়ুন: