শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার দুই শিক্ষার্থী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার দুই শিক্ষার্থী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার বিষয়টি সামনে এসেছে।

বহিষ্কৃতরা হলেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের স্নাতক পর্বের শিক্ষার্থী রাজীব আহমেদ এবং কীটতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মুহিত মোরশেদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষে ওই দুই শিক্ষার্থীর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁদের কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রাজীব আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির (নাজমুল-দেবাশীষ) শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের অনুসারী। আর মুহিতের কোনো পদ না থাকলেও সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর সমর্থক হিসেবে পরিচিত।

এ বিষয়ে প্রক্টর ড. ফরহাদ হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে সংঘর্ষে রাজীব ও মুহিতের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত চলছে। আরো বেশ কয়েকজন বহিষ্কার হতে পারে।’

প্রসঙ্গত, ক্যান্টিন বন্ধ করাকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গত ১১ ফেব্রুয়ারি সংঘর্ষ হয়। এতে হল প্রাধ্যক্ষসহ অন্তত ২৫ জন আহত হয়।

 

 

আরো পড়ুন:

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline