
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে রামেক হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চোখে গুরুতর জখম, শ্বাসকষ্ট ও তীব্র মাথাব্যথার সমস্যায় ভুগছেন তিনি।
শিক্ষকের সঙ্গে থাকা হাসান আল বান্না নামে এক শিক্ষার্থী জানান, স্যারের পুরো শরীরে আঘাত করা হয়েছিল। তবে স্যারের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। মাথার আঘাতে যন্ত্রণায় ভুগছেন। তার মলমূত্র ত্যাগের সময়ও তীব্র যন্ত্রণা পোহাতে হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্টও তীব্র আকার ধারণ করেছে। সিটিস্ক্যানসহ সার্বক্ষণিক নজরদারিতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার দেখভাল করা হচ্ছে।
শিক্ষকের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কুদরত-ই-খুদা স্বতঃপ্রণোদিত হয়ে নগরীর রাজপাড়া থানার ওসিকে ঘটনার বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। তবে ২৪ ঘণ্টা পার হলেও প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি।
এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ওসি গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে দুবার ফোনের লাইন কেটে দেন।
এ ছাড়া ঘটনাটি তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে শনিবার রামেক কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট রাশেদুল হক খোকন।
আরো পড়ুন: