ফেব্রুয়ারীর ব্যাচটি আগামী ৩ মার্চে থেকে শুরু হচ্ছে।

সুপ্রিয় শিক্ষার্থী,
আমাদের ফেব্রুয়ারীর ব্যাচটি আগামী ৩ মার্চে থেকে শুরু হচ্ছে।
.
বিগত ব্যাচগুলোতে সব ব্যাচের ক্লাস একই তারিখে শুরু হলেও, এ বছর আমরা পরীক্ষামুলকভাবে ভিন্ন ভিন্ন তারিখে ব্যাচ শুরু করার সিদ্ধান্ত নিই। কিন্তু কিছু উদ্ভুত সমস্যা, বিশেষ করে এসএসসি পরীক্ষা, শিক্ষক ও কিছু শিক্ষার্থীদের অনুরোধে ইশিখন কর্তৃপক্ষ দুটি ব্যাচের শুরুর তারিখ পাশাপাশি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি তারিখে শুরু হলে শিক্ষকদের লেকচার, শিক্ষার্থীদের মিস করা ক্লাসের ভিডিও পেতে, এসাইনমেন্ট জমাদান করতে সুবিধা হবে।
.
তাই ফেব্রুয়ারী ১০ তারিখের ব্যাচটি আগামী মার্চের ৩ তারিখে অনুষ্ঠিত হবে এবং ১০ মার্চের ক্লাস যথারীতি আগামী ১০ মার্চেই শুরু হবে।

২টি ব্যাচেই আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

 

আরও পড়ুনঃ

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর পটভূমী রচিত কবর নাটকের রচিয়তা কে ?

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline