ইসলামী ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ এর বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ এর বিজ্ঞপ্তি

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষালয়ের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে। চলুন জেনে নেওয়া যাক এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য…

দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসা অনেক মেধাবী  শিক্ষার্থী একান্ত নিজের চেষ্টায় বিভিন্ন পরীক্ষায় সফলতার সাথে প্রতিকুলতাকে জয় করেছে। ইসলামি ব্যাংক এসকল সম্ভাবনাময় শিক্ষার্থীকে আভিনন্দন জানিয়েছে।

 কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতষ্ঠাকাল থেকেই সামাজিক দায়বদ্ধতার আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ আবদান রেখে আসছে। এরই ধরাবাহিকতায় ২০১৭ সালে দেশের বিভিন্ন শিক্ষালয় থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী ছাত্রীদের নিকট হতে বৃত্তির দরখাস্ত আহবান করেছে।

আবেদন কারীর যোগ্যতাঃ

  • ২০১৭ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪.৫) প্রাপ্ত
  • উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী
  • শিক্ষার্থীকে সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র পরিবারের সদস্য হতে হবে
  • আবেদনকারী অতি দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তান হলে উল্লেখিত শর্তাদী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে প্রমাণ স্বরূপ মুক্তিযোদ্ধা সংসদসহ কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদপত্র প্রদান করতে হবে।

বৃত্তির পরিমান ও সময়কালঃ

  • মাসিক বৃত্তি – ২০০০/=
  • প্রতি বছর শিক্ষা উপকরন ও পোষাক এর জন্য – ৩০০০/=
  • সময়কাল – ০২(দুই) বছর

আবেদনকারীর সাথে যেটি জমা দিতে হবেঃ

  • নম্বরপত্রের সত্যায়িত কপি
  • ০১(এক) কপি রঙিন সত্যায়িত ছবি
  • বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরিত অধ্যয়নের প্রত্যয়নপত্র
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ ওয়ার্ড কাউন্সিলর/চাকরিজীবীদের ক্ষেত্রে চাকুরীদাতা কর্তৃক পিতা/মাতা/অভিভাবকের পেশা উল্লেখ পূর্বক মাসিক আয়ের সনদপত্র
  • মুক্তিযোদ্ধার সন্তানদের পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধীতার সনদপত্রের সত্যায়িত কপি।

বৃত্তি প্রদানের শর্তাবলীঃ

  • অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাত্রী ইসলামী ব্যাংকের বৃত্তির জন্য বিবেচিত হবে না
  • তথ্য গোপন কারী বৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে
  • অসম্পূর্ন আবেদন বাতিল বলে গন্য হবে
  • যে কোন ধরনের সুপারিশ বৃত্তি পাওয়ার অযোগ্যতা বলে বিবেচিত হবে।
  • ব্যাংক কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত কারণে যে কোন বৃত্তি বাতিল অথবা স্থগিত করার অধিকার সংরক্ষন করবে।

আবেদনের সময়সীমাঃ ২০ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখের মধ্যে আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠনের নিকটস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এর শাখায় জমা দিতে হবে। এ ক্ষেত্রে  সরাসরি বা ডাকযোগে প্রধান কার্যালয়ে কোন দরখাস্ত গ্রহণ করা হবেনা।

ইসলামী ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ (উচ্চমাধ্যমিক স্তর) এর বিজ্ঞপ্তি

<a href=ইসলামী ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ (উচ্চমাধ্যমিক স্তর) এর বিজ্ঞপ্তি” width=”608″ height=”912″ />

ইসলামি-ব্যাংক-এর-এসএসসি-শিক্ষাবৃত্তি-২০১৭-এর-আবেদন-ফরম-ডাউনলেড.pdf”>ইসলামি ব্যাংক এর এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ এর আবেদন ফরম ডাউনলেড

অফিসিয়াল ওয়েবসাইট এর ঠিকানাঃ www.islamibankbd.com

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline