গ্রামীণ ফোনের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

গ্রামীণ ফোনের সাথে সমঝোতা স্মারক সই করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। রোববার (২২শে জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে গ্রামীণ ফোনের সাথে এ সমঝোতা স্মারক সই করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক এবং গ্রামীণ ফোনের পক্ষে ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, শিক্ষার্থী বিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং গ্রামীণ ফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ারস অফিসার মাহমুদ হোসেন, খুলনার সার্কেল বিজিনেস হেড মোহাম্মদ মোল্লা নাফিজ ইমতিয়াজ, খুলনার মার্কেট কমিউনিকেশনস হেড বিপুল সাহা উপস্থিত ছিলেন।

স্মারক পত্র গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণার উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় দেশি-বিদেশি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করার সুযোগ দিতে চায়। বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাথে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা থাকে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগারের উন্নয়নসহ নানামুখি একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন ঘটে থাকে। উভয় প্রতিষ্ঠান এ সমঝোতা চুক্তির মাধ্যমে উপকৃত হয়।

 

 

 

আরো পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের এক ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বেগম রোকেয়া ইউনিভার্সিটির মধ্যে মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline