
ফাযিল পরীক্ষায় নকলে সহায়তা করায় বাগেরহাটের মোরেলগঞ্জ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ই ডিসেম্বর) উপজেলার লতিফিয়া ফাযিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত ফাযিল পরীক্ষায় নকল ও সহযোগিতার অভিযোগে ৪ শিক্ষক এবং একইসাথে ৩ ছাত্রকে বহিষ্কার করা হয়।
কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন তাদের বহিষ্কারাদেশ দেন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন মোরেলগঞ্জ লতিফিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন, আমতলী কামিল মাদ্রাসার প্রভাষক মো.মাহামুদুল হাসান, হাবিবুল্লাহ আবাদ সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো.আবুল খায়ের, লতিফিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. নাইম চৌধুরী।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে হাবিবুল্লাহ আবাদ সিনিয়র মাদ্রাসার আবুল হাসান, আমতলী কামিল মাদ্রাসার রিপন গাজী, গুলিশাখালী ফাযিল মাদ্রাসার মো. বিল্লাহ হোসেন।
তাফসিরুল কোরআন পরীক্ষা চলাকালীন সময়ে নকলের কাজে ব্যবহৃত বই উদ্ধার করা হয় এবং নকলে সহযোগিতা করার অভিযোগে সংশ্লিষ্ট কক্ষের কর্তব্যরত শিক্ষকদের বহিষ্কার করা হয়।
লতিফিয়া ফাযিল মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষায় অব্যবস্থাপনা দেখে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন চরম অসন্তোষ প্রকাশ করেন।
আরো পড়ুন: