২০১৮ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমানের পরীক্ষার আট সাধারণ বোর্ডের এসএসসি (ssc) বা মাধ্যমিকি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে ১লা ফেব্রুয়ারি।
২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি (ssc) বা মাধ্যমিকির তত্ত্বীয় পরীক্ষা চলবে। অপরদিকে ২৫ ফেব্রুয়ারি – ০৪ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসএসসি (ssc) বা মাধ্যমিকি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার সময়সূচি ২০১৮
দাখিল পরীক্ষার সময়সূচি ২০১৮
এসএসসি (ssc) বা মাধ্যমিকি ভোকেশনাল ফাইনাল পরীক্ষার সময়সূচি ২০১৮
দাখিল ভোকেশনাল ফাইনাল পরীক্ষার সময়সূচি ২০১৮
এবারও মাধ্যমিকে এমসিকিউ অংশের পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্য টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস(SMS)ের মাধ্যমে আবেদন করা যাবে।
আরো পড়ুন:
0 responses on "২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি"